সমাদবাদী পার্টির সদস্য হিসেবে রাজ্য সভা সাংসদ পদ ছাড়ার একদিন পর বিজেপিতে যোগ দিলেন নীরজ শেখর। বিজেপির দুই সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব এবং অনিল জৈনের উপস্থিতিতে গেরুয়া দলে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখর।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে রাজ্য সভার সাংসদ হিসেবে তাঁকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি।
আরও পড়ুন, কেউ সংসদে না এলে আমাকে জানান: মোদী
রাজ্য সভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, "আমি শেখরের পদত্যাগ যথাযথ এবং স্বেচ্ছায় কিনা সে ব্যাপারে খোঁজ খবর নিয়েছি এবং সন্তুষ্ট হওয়ার পর ১৫ জুলাই তারিখে দেওয়া ওঁর পদত্যাগপত্র গ্রহণ করেছি।"
শেখর দুবারের লোকসভা সাংসদ ছিলেন। প্রথমবার চন্দ্র শেখরের মৃত্যুর পর বালিয়া থেকে ২০০৭ সালে উপনির্বাচনে জেতেন তিনি। ২০০৯ সালে সে আসন ধরেও রেখেছিলেন।
আরও পড়ুন, জেএনইউতে পড়বেন সেখানকারই নিরাপত্তারক্ষী
২০১৪ সালে তিনি লোকসভা ভোটে হারার পর সমাজবাদী পার্টি তাঁকে রাজ্য সভায় মনোনীত করে। ২০২০ সালের নভেম্বরে রাজ্যসভায় মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তাঁর।
২০১৯ সালের লোকসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে বহুজন সমাজ পার্টির আসন সমঝোতার জেরে প্রাক্তন বিধায়ক সনাতন পাণ্ডেকে বালিয়া থেকে দাঁড় করানো হয়। সেখান থেকে তিনি হেরে যান। সূত্রের মতে বালিয়া কেন্দ্রের টিকিট না পাওয়ায় দলে সাইডলাইন হয়ে গিয়েছেন বলে ভাবছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীপুত্র।
আরও পড়ুন, ‘ইসলাম ধর্মে পুরুষেরা ৫০ জন নারী রাখতে পারেন’, মন্তব্য বিজেপি বিধায়কের
এ ব্যাপারে সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেন, শেখরের তরফে এ ধরনের পদক্ষেপ অনুচিত। লোকসভা ভোটে উনি হেরে যাওয়ার পর সমাজবাদী পার্টি ওঁকে রাজ্যসভায় পাঠায়। ওঁর কিছু রাজনৈতিক মূল্যবোধ থাকা উচিত।