'কফিনের শেষ পেরেকের মত'! এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, 'ঘন ঘন নির্বাচনের কারণে সরকার চাপের মধ্যে থাকে। কিন্তু একযোগে নির্বাচন হলে সরকারকে পাঁচ বছর জন্য সাধারণ জনসাধারণের ক্ষোভ নিয়ে কোন চিন্তা করতে হবে না'।
দেশে একযোগে নির্বাচন (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) করার সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। ওয়ান নেশন ওয়ান ইলেকশন সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে কফিনে শেষ পেরেক হিসাবে প্রমাণিত হবে বলে জানিয়েছেন ওয়াইসি। শুধু তাই নয়, তিনি বলেছেন, 'এর ফলে ভারত একদলীয় রাষ্ট্রে পরিণত করবে'।
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে 'ওয়ান নেশন-ওয়ান ইলেকশন' নিয়ে গঠিত কমিটি বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের সুপারিশ পেশ করেছে। দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ৪৭ টি রাজনৈতিক দল কোবিন্দের নেতৃত্বাধীন প্যানেলের কাছে তাদের মতামত জমা দিয়েছে।
৩২ টি দল দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠানকে সমর্থন করলেও ১৫ টি দল এর বিরোধিতা করেছে। যাইহোক, এই নীতি সমর্থনকারী শুধুমাত্র দুটি জাতীয় দল হল বিজেপি এবং এনপিপি। এনপিপিও এনডিএর একটি অংশ।
এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশনেরও বিরোধিতা করেছেন ওয়াইসি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে অনেক সাংবিধানিক সমস্যা আছে, কিন্তু সবচেয়ে খারাপ দিক হল সরকারগুলোকে আর পাঁচ বছরের জন্য জনগণের ক্ষোভ নিয়ে চিন্তা করতে হবে না। এটাই হবে সংসদীয় গণতন্ত্রকে ধ্বংসের লক্ষ্যে কফিনে শেষ পেরেক। এর ফলে ভারত একদলীয় রাষ্ট্রে পরিণত হবে' ।
আরও পড়ুন : One Nation, One Election: দেশজুড়ে একসঙ্গে যাবতীয় নির্বাচনের চেষ্টা, লোকসভা ভোটের মুখে বিরাট পদক্ষেপ