'অপারেশন লোটাস সব সময় সফল হতে পারে না...! বিজেপি যদি আবার চেষ্টা করে, তবে শোচনীয়ভাবে তা ব্যর্থ হবে' আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতা সিদ্দারামাইয়া বলেন, ‘১০ ই মে রাজ্যে যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে তাতে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে’।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় সিদ্দারামাইয়া বলেন, ‘বিজেপি মানুষের আস্থা হারাচ্ছে। দলের নেতারা দলত্যাগ করে কংগ্রেসে আসছেন। তিনি বলেন, “আমরা ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলাম, এবং যদিও আমরা তখন বিজেপির থেকে আমরা বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসি। তারপর মানুষ আমাদের চাইনি তাই সরকারে থাকতে পারিনি। তবে এবারের নির্বাচন একেবারে আলাদা। জাতীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকেও আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই নির্বাচনে জয়ী হই, তাহলে জাতীয় রাজনীতির জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ সামনেই লোকসভা নির্বাচন’।
কর্ণাটক বিধানসভায় বিরোধী দলের নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার বলেছেন যে কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের সঙ্গে তার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ তাদের মধ্যে কোনও মত পার্থক্য নেই। তিনি আরও বলেন, ‘আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচন হবে তার শেষ নির্বাচনী লড়াই’।
সিদ্দারামাইয়া বলেছেন যে আমি বরুণা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ আমার আমার জন্মভিটে ওই বিধান্সভা এলাকাতেই। তিনি বলেন, ‘এটাই আমার শেষ নির্বাচনী লড়াই’।
তিমি বলেন, "আমি বরুণা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ দলীয় হাইকমান্ড এটাই অনুমোদন করেছে,"। সিদ্দারামাইয়া বলেন, কংগ্রেস এবার নির্বাচনে ১৩০ টিরও বেশি আসন জিতবে বলেই আশা। কংগ্রেসযথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা ফের একবার ক্ষমতায় ফিরতে চলেছে বলেও আশাবাদী তিনি।
রাজ্যে মুসলমানদের জন্য সংরক্ষণ নিষিদ্ধ করা নিয়ে সুর চড়িয়েছেন সিদ্দারামাইয়া। এনিয়ে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, "সংরক্ষণ নিষিদ্ধ সাংবিধানিক পদক্ষেপ নয়।" এটা গ্রহণযোগ্য নয়...! ভোক্কালিগা এবং লিঙ্গায়ত সম্প্রদায়ের সংরক্ষণ বাড়াতে আমাদের কোন আপত্তি নেই, তা বলে কেন মুসলমানদের সংরক্ষণ কমিয়ে দেওয়া হল? তিনি আরও বলেন, এটা স্পষ্টভাবেই বিজেপির ঘৃণার রাজনীতির পরিচয়”।
আসন্ন নির্বাচনে কংগ্রেসের লড়াইয়ের ইস্যু প্রসঙ্গে সিদ্দারামাইয়া বলেন, “এই সরকারের আমলে একের পর দুর্নীতি সামনে এসেছে। কর্ণাটকের ইতিহাসে এবং আমার ৪০ বছরের রাজনৈতিক কেরিয়ারে আমি এমন সরকার দেখিনি। প্রতিটি কাজের জন্য ঘুষ এবং কমিশন দাবি করে এই সরকার”।
তিনি কংগ্রেস সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন বলেন, ‘আমরা পাঁচ বছরে ১৫ লাখ বাড়ি তৈরি করেছি। এই সরকার যাদের ঘর নেই তাদের একটি ঘরও দেয়নি এই সরকার গরিবদের জন্য কিছুই করেনি”। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রবীণ এই কংগ্রেস নেতা বলেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যর্থ হবে বিজেপির 'অপারেশন লোটাস'! বিজেপি চেষ্টা চালিয়ে দেখতে পারে’।