সংসদের সিড়িতে দেশের উপরাষ্ট্রপতিকে ভেঙাচ্ছেন তৃণমূল সাংসদ কল্যা বন্দ্যোপাধ্যায়। সেই অঙ্গভঙ্গি মোবাইলে ভিডিও করছেন রাহুল গান্ধী। মঙ্গলবার বারবেলায় এই ভিডিও ভাইরাল হতেই চইচই বাঁধে। এই ধরণের ব্যাঙ্গকে ‘লজ্জাজনক’ বলে রাজ্যসভায় তোপ দাগেন খোদ জগদীপ ধনখড়। চরমে ওঠে বিতর্ক। শেষপর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ফোনে উপরাষ্ট্রপতির কাছে দুঃখপ্রকাশ করেন। উপরাষ্ট্রপতির পদের গরিমা রয়েছে। সেই পদে আসীন পদাধিকারীর আচরণ নিয়ে কী এ ধরণের ব্যাঙ্গ করা যায়? প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার কল্যানের আচরণ বিতর্কে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : < Premium: কবিগুরু থেকে নেতাজি, ২০০ বছরের পুরনো এই দোকানের আতরের আদরে মাখামাখি থাকতেন >
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গ নিয়ে মমতাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমরা সকলকে সম্মান করি, অসম্মানের কোনও বিষয় নেই। আমি রাজনৈতিক বিষয়ে কোও টিপপ্নি করব না। এই নিয়ে সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন মন্তব্য করবেন।’ এরপরই তাঁর সংযোজন, ‘এটা সামান্য হালকা চালে করা। কাউকে আমরা অসম্মান করি না। অসম্মান করা আমাদের উদ্দেশ্য নন। আর তাছাড়া রাহুল গান্ধী মোবাইলে ভিডিয়োগ্রাফি না করলে তো কেউ জানতেও পারত না।’
আরও পড়ুন: < সনিয়া থেকে দেবগৌড়া, বিতর্ক এড়াতে রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতদের তালিকাতেও বিরাট চমক! >
অন্যদিকে এই ধরণের ব্যাঙ্গকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, "বিরোধীদের আচরণ অনেকটা ভাঁড়ের মতই। পাশাপাশি রাহুলকে নিশানা করে তিনি বলেন, রাহুল সাংসদ না হয়ে ক্যামেরাম্যান হলেই বরং ভাল হত" ।
বিরোধী সাংসদদের এদিন তুলোধোনা করে জেপি নাড্ডা বলেছেন "বিরোধী সাংসদরা যেভাবে সাংবিধানিক পদে থাকা উপরাষ্ট্রপতিকে অপমান করেছেন এবং সংসদে অশ্লীল রসিকতা করেছেন তার জন্য দেশ ক্ষমা করবে না। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, রাহুল গান্ধী আজ ক্যামেরাম্যান হয়ে উঠেছেন। বিরোধী সাংসদরা উপরাষ্ট্রপতিকে উপহাস ও অনুকরণ করছিলেন এবং এর বিরোধিতা না করে রাহুল গান্ধী তার ভিডিও তৈরি করছিলেন। যা লজ্জা জনক"।
বিজেপি সভাপতি বলেছেন যে কংগ্রেসের ১০০ বছরের পুরোনো ইতিহাস রয়েছে, সেই রাহুল গান্ধী ভাইস প্রেসিডেন্টকে নিয়ে মজা করার ভিডিও তৈরি করছেন। আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই যে নির্বাচনে তিনি অবিরাম ওবিসি এবং অনগ্রসর শ্রেণী নিয়ে কথা বলেন, কিন্তু যখন আমাদের উপরাষ্ট্রপতি, যিনি ওবিসি মুখ হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেন, তার সঙ্গে যে খারাপ আচরণ করা হচ্ছে তার প্রতিবাদ করার পরিবর্তে, তিনি এটিকে সমর্থন করলেন কীভাবে'?
রাহুল গান্ধীর উপর আক্রমণ অব্যাহত রেখে নাড্ডা বলেন, "এই ছবি দেখে মনে হচ্ছে রাহুল গান্ধী শুধুমাত্র ওবিসি শ্রেণীকে ভোটভ্যাঙ্ক হিসাবে ব্যবহার করছেন। রাহুল যে ধরণের জঘন্য কাজ করেছেন ভারতের অনগ্রসর শ্রেণী তার জন্য তাকে ক্ষমা করতে পারবে না"। নাড্ডা আরও বলেন, "কংগ্রেস নেতা একজন কৃষকের পুত্র, একজন ওবিসি প্রতিনিধি এবং উপরাষ্ট্রপতির সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তিকে অপমান করছেন"।