/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/Morbi_Acci.jpg)
গুজরাটের মোরবিতে ব্রিজ বিপর্যয়ে এমন কত পরিবারের সব শেষ হয়ে গিয়েছে তার হিসাব নেই।
গুজরাটের মোরবির সেতু দুর্ঘটনাকে কলকাতার পোস্তার সেতু ভেঙে পড়ার সঙ্গে এক আসনে বসালেন বিরোধীরা। মাচ্ছু নদীর ওপর গুজরাটের সেতুটি রবিবারই ভেঙে পড়েছে। আর, ২০১৬ সালের ৩১ মার্চ ভেঙে পড়েছিল কলকাতায় পোস্তার সেতু। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করেছিলেন, 'এটা ভগবানের কাজ' না 'প্রতারকের কাজ'? মোরবির সেতু দুর্ঘটনার পরও তাঁরা সেই একই প্রশ্ন তুলছেন।
#Watch the CCTV footage of the bridge collapse in Gujarat's Morbi. Over 200 people have been rescued from the site of the incident, MoS Harsh Sanghvi said Monday. #MorbiBridgeCollapse
Follow live updates: https://t.co/yxhdG5Hw3Ppic.twitter.com/d1cKoTSDQw— The Indian Express (@IndianExpress) October 31, 2022
ইতিমধ্যেই গুজরাটের ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁরা টুইটে সর্বস্তরের কর্মীদের এই ঘটনায় সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন। প্রায় একই সুরে টুইট করেছেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরে। দলের প্যাডে লেখা চিঠিতে কংগ্রেস এই সেতু ভেঙে পড়ার ঘটনায় 'বিচারবিভাগীয় তদন্ত'-র দাবি জানিয়েছে। এই ব্যাপারে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, 'ঘটনার পিছনে প্রশাসনিক গাফিলতি এবং অপরাধমূলক অবহেলাই দায়ী বলে মনে হচ্ছে।'
As I said BJP favoured Contractor’s “Act of Fraud”. Why no action is taken on Officers who are responsible of Quality Control? #MorbiBridgeCollapsehttps://t.co/74dpnIj7oJ
— digvijaya singh (@digvijaya_28) October 31, 2022
পাশাপাশি, সেতু ভেঙে পড়ার ঘটনায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি নির্বাচনী প্রচারের জন্য বর্তমানে গুজরাটেই রয়েছেন। দলের নেতা গুরদীপ সিং সপ্পালের সংকলিত সেতু ধসের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন দিগ্বিজয় সিং।
Of course Modi ji should know as CM Gujarat he built up coterie of favoured Civil Contractors who are now taking contracts all over India in BJP ruled States and in GOI. #MorbiBridgeCollapsehttps://t.co/1LofHzOSpL
— digvijaya singh (@digvijaya_28) October 31, 2022
তিনি লিখেছেন, 'এখানে বিজেপি মোদি-শাহের কিছু উদাহরণ রেখেছে। এখানে শাসকের প্রতারণার আইন কাজ করেছে। অর্থ লাভের জন্য নির্মাণকাজে গুণমানের সঙ্গে আপস করা হয়েছে। যেমনটা মোদীজি কলকাতা ব্রিজ ধসের সময় ব্যাখ্যা করেছিলেন।' পরে এক টুইটে দিগ্বিজয় সিং লেখেন, 'অবশ্যই মোদীজির জানা উচিত যে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দের ঠিকাদারদের একটি দল তৈরি করেছিলেন। যাঁরা এখন বিজেপিশাসিত রাজ্যে এবং গোটা ভারতে নানা নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছেন।'
Hope a delegation of state BJP lead by SM, DG, SA will visit Gujrat to study how to make cut money out of bridge, how to play with lives of people only for election stunt, how to collapse relief and medical system and how to exhibit overall failure of so called double engine Govt
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 30, 2022
আরও পড়ুুন- গুজরাটের ঝুলন্ত সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, নেপথ্যে এক বিরাট কাহিনি
যুব কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি হিন্দিতে টুইট করেছেন, 'এইভাবে গুজরাট সরকারের জমানায় প্রতারণা চলছে। ১৪১ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এখনও ডজনখানেক ব্যক্তির খোঁজ মিলছে না।' এই কথা জানানোর পর সর্দার প্যাটেলের জন্মদিনে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে রবিবার গুজরাটের কেভাদিয়াতে মোদীর বক্তৃতার অংশগুলো শ্রীনিবাস বিভি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, 'পুরো ২৭ মিনিটের একটি ভাষণ ছিল। শোকসভার বদলে সরকারি অনুষ্ঠান চলেছে। এখনও নদীতে ১৪১ জনেরও বেশি মারা গিয়েছেন। বহু পরিবার ধ্বংস হয়ে গিয়েছেন। কিন্তু, সাহেবের একটাই নীতি, দ্য শো মাস্ট গো অন।'
Read full story in English