Advertisment

পোস্তা ব্রিজ ভাঙার সঙ্গে মোরবির তুলনা, মোদীর পছন্দের ঠিকাদাররাই কাঠগড়ায়, অভিযোগ বিরোধীদের

পুতিন থেকে শুরু করে রাশিয়ার নেতারা মোরবির ঘটনাকে অত্যন্ত বড় করে দেখছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Morbi_Acci

গুজরাটের মোরবিতে ব্রিজ বিপর্যয়ে এমন কত পরিবারের সব শেষ হয়ে গিয়েছে তার হিসাব নেই।

গুজরাটের মোরবির সেতু দুর্ঘটনাকে কলকাতার পোস্তার সেতু ভেঙে পড়ার সঙ্গে এক আসনে বসালেন বিরোধীরা। মাচ্ছু নদীর ওপর গুজরাটের সেতুটি রবিবারই ভেঙে পড়েছে। আর, ২০১৬ সালের ৩১ মার্চ ভেঙে পড়েছিল কলকাতায় পোস্তার সেতু। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করেছিলেন, 'এটা ভগবানের কাজ' না 'প্রতারকের কাজ'? মোরবির সেতু দুর্ঘটনার পরও তাঁরা সেই একই প্রশ্ন তুলছেন।

Advertisment

ইতিমধ্যেই গুজরাটের ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁরা টুইটে সর্বস্তরের কর্মীদের এই ঘটনায় সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন। প্রায় একই সুরে টুইট করেছেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরে। দলের প্যাডে লেখা চিঠিতে কংগ্রেস এই সেতু ভেঙে পড়ার ঘটনায় 'বিচারবিভাগীয় তদন্ত'-র দাবি জানিয়েছে। এই ব্যাপারে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, 'ঘটনার পিছনে প্রশাসনিক গাফিলতি এবং অপরাধমূলক অবহেলাই দায়ী বলে মনে হচ্ছে।'

পাশাপাশি, সেতু ভেঙে পড়ার ঘটনায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি নির্বাচনী প্রচারের জন্য বর্তমানে গুজরাটেই রয়েছেন। দলের নেতা গুরদীপ সিং সপ্পালের সংকলিত সেতু ধসের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন দিগ্বিজয় সিং।

তিনি লিখেছেন, 'এখানে বিজেপি মোদি-শাহের কিছু উদাহরণ রেখেছে। এখানে শাসকের প্রতারণার আইন কাজ করেছে। অর্থ লাভের জন্য নির্মাণকাজে গুণমানের সঙ্গে আপস করা হয়েছে। যেমনটা মোদীজি কলকাতা ব্রিজ ধসের সময় ব্যাখ্যা করেছিলেন।' পরে এক টুইটে দিগ্বিজয় সিং লেখেন, 'অবশ্যই মোদীজির জানা উচিত যে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দের ঠিকাদারদের একটি দল তৈরি করেছিলেন। যাঁরা এখন বিজেপিশাসিত রাজ্যে এবং গোটা ভারতে নানা নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছেন।'

আরও পড়ুুন- গুজরাটের ঝুলন্ত সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, নেপথ্যে এক বিরাট কাহিনি

যুব কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি হিন্দিতে টুইট করেছেন, 'এইভাবে গুজরাট সরকারের জমানায় প্রতারণা চলছে। ১৪১ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এখনও ডজনখানেক ব্যক্তির খোঁজ মিলছে না।' এই কথা জানানোর পর সর্দার প্যাটেলের জন্মদিনে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে রবিবার গুজরাটের কেভাদিয়াতে মোদীর বক্তৃতার অংশগুলো শ্রীনিবাস বিভি তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, 'পুরো ২৭ মিনিটের একটি ভাষণ ছিল। শোকসভার বদলে সরকারি অনুষ্ঠান চলেছে। এখনও নদীতে ১৪১ জনেরও বেশি মারা গিয়েছেন। বহু পরিবার ধ্বংস হয়ে গিয়েছেন। কিন্তু, সাহেবের একটাই নীতি, দ্য শো মাস্ট গো অন।'

Read full story in English

bjp CONGRESS modi
Advertisment