/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-282.jpg)
রাহুলের সাংসদ পদ বাতিলের জেরে 'গণতন্ত্র বাঁচাও' আন্দোলন কংগ্রেসের, কালো পোশাক পরে সংসদে বিক্ষোভ
রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ বাতিলের পর কংগ্রেস শাসক দল বিজেপিকে লাগাতার আক্রমণ করছে এবং লাগাতার প্রতিবাদ আন্দোলন জারি রেখেছে। আজ কংগ্রেস সাংসদরা রাহুলের সদস্যপদ বাতিলের জেরে নিয়ে কালো পোশাক পরে সংসদে প্রতিবাদ করবেন, বিরোধী দলগুলিকেও আহ্বান জানানো হয়েছে।
সোমবার রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের প্রতিবাদে বেশিরভাগ বিরোধীদলের সংসদে কালো পোশাক পরে সংসদে হাজির হয়েছেন। 'গণতন্ত্র বাঁচাও' প্রতিবাদের অংশ হিসেবে। বিরোধী দলগুলি সংসদে কংগ্রেস সভাপতি মালিকার্জুন খাড়গের চেম্বারে একটি বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছে তৃণমূল কংগ্রেসও।
Delhi | Congress MPs meeting at the CPP office in Parliament. UPA chairperson Sonia Gandhi, party chief and Rajya Sabha LoP Mallikarjun Kharge and others present at the meeting. pic.twitter.com/7BgPtqIUQc
— ANI (@ANI) March 27, 2023
গত শুক্রবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থ বিল, পেশ করেছিলেন, যাতে ৪৫টি সংশোধনী ছিল। আদানি গ্রুপ ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে বিরোধী সাংসদদের স্লোগানের মধ্যে এটি পাস হয়ে। কংগ্রেস সাংসদদের শোরগোল প্রতিবাদের পরে দুপুর ১২টা পর্যন্ত মুলতবি হওয়ার পরে শুক্রবার লোকসভার কার্যক্রম আবার শুরু হয়। বিরোধীশিবিরের দাবি ছিল রাহুল গান্ধীকে লন্ডনে তার মন্তব্যের বিষয়ে কথা বলার এবং তার অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া উচিত।
মহাত্মা গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ বিরোধী নেতাদের
#WATCH | Delhi: Opposition MPs protest near Gandhi statue in Parliament, wearing black attire, over Adani Group issue.
Congress president-Rajya Sabha LoP Mallikarjun Kharge and UPA chairperson Sonia Gandhi also join the protest. pic.twitter.com/JSYM8luVQt— ANI (@ANI) March 27, 2023
বিরোধী নেতারা সংসদে মহাত্মা গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন, আদানি ইস্যুতে জেপিসি তদন্তে চেয়ে প্রতিবাদে সামিল হয়েছেন বিরোধীশিবির। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের প্রতিবাদেও সরব হয়েছে কংগ্রেস সহ প্রায় সকল বিরোধী দল।
#WATCH | A strategy meeting of Opposition leaders is underway at the chamber of LoP Rajya Sabha and Congress chief Mallikarjun Kharge in Parliament building.
Leaders of INC, DMK, SP, JD(U), BRS, CPI(M), RJD, NCP, CPI, IUML, MDMK, Kerala Congress, TMC, RSP, AAP, J&K NC & Shiv… pic.twitter.com/BvU5cfNcnH— ANI (@ANI) March 27, 2023
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ 'অগণতান্ত্রিক'! রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল এবং আদানি ইস্যুতে আজ কালো ব্যাজ পরে পরে কংগ্রেস সাংসদরা মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। রবিবার রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিপ্তে দেশব্যাপী 'সত্যগ্রহ' আন্দোলন করেছে ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’। সংসদে প্রতিবাদ জানাতে কালো পোশাক পরে সোনিয়া, বিরোধী দলের সাংসদরা হাজির হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন বৈঠকে যোগ দিয়েছে টিএমসি সহ একাধিক বিরোধীদল।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেম্বারে বিরোধী দলের নেতাদের একটি বৈঠক চলছে। বৈঠকে অংশ নিয়েছে INC, DMK, SP, JD(U), BRS, CPI(M), RJD, NCP, CPI, IUML, MDMK, TMC, RSP, AAP, J&K NC এবং শিবসেনার নেতারা উপস্থিত রয়েছেন।
'গণতন্ত্র বাঁচাও' প্রতিবাদ জানাবেন TMC সাংসদরা
তৃণমূল কংগ্রেসের সাংসদরা কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকের পর 'গণতন্ত্র বাঁচাও' আন্দোলনে সামিল হবে। কালো মুখোশ পরে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
এদিকে সাংসদ পদ বাতিলের জেরে লন্ডনে বিক্ষোভ কংগ্রেসের। লন্ডন পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ শুরু করেন দলের কর্মীরা। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের জেরে প্রায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের তরফে ৬০ জন সদস্য লন্ডন পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ অবস্থানে অংশ নেন। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পর খারিজকে 'অগণতান্ত্রিক', 'অসাংবিধানিক' এবং 'অসংসদীয়' বলে অভিহিত করা হয়েছে।
ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে গান্ধী মূর্তির পাদদেশে এক অবস্থান বিক্ষোভে সামিল হন। রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের জেরেই প্রতিবাদ আন্দোলনে সামিল হন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সদস্যরা। এই পদক্ষেপকে 'অগণতান্ত্রিক', 'অসাংবিধানিক' এবং 'অসংসদীয়' বলে অভিহিত করার পাশাপাশি ভবিষ্যতে বড় ধরণের আন্দোলনের ডাক দিয়েছে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস।
ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান কমল ধালিওয়াল বলেছেন, “রাহুল গান্ধীর সাংসদপদ বাতিল ঘোষণা করার মাধ্যমে মানুষের মধ্যে ভয় জাগিয়ে তোলার চেষ্টা করছে মোদী সরকার যাতে আপনি সরকার বা বিজেপির বিরুদ্ধে কোন আওয়াজ তুলতে ভয় পান।আদানি ইস্যু থেকে নজর ঘোরাতেই কেন্দ্রের এই কাজ আমরা কোন ভাবেই সমর্থন করিনা”।
একই সঙ্গে তিনি বলেন, 'আমরা প্রবাসী ভারতীয় এবং কংগ্রেসীরা মনে করি এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং অসংসদীয়। ভারতে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আইওসিও তরফে দাবি করা হয়েছে এদিনের এই আন্দোলন কেবল শুরু, রাহুল গান্ধীর সদস্যপদ ফিরিয়ে দেওয়া না হলে আরও বড় আকারে বিক্ষোভের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে'।