Advertisment

প্রধানমন্ত্রীকে রক্ষার বিরাট অভিযোগ, খাড়গের মন্তব্যে ফোঁস করে উঠলেন ধনখড়

মণিপুর ইস্যুতে ফের উত্তাল সংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament live updates, manipur, no confidence motion, narendra modi statement, parliament live, indian express, manipur issue, opposition protest, parliament monsoon session, parliament monsoon session live, monsoon session 2023, parliament session live, parliament news live updates, parliament monsoon, manipur issue parliament, parliament manipur discussion, monsoon session of parliament, congress, bjp, parliament monsoon session July 31, what is happening in parliament, no confidence motion, indian express

রাজ্যজ্যসভার চেয়ারম্যান মণিপুর নিয়ে আলোচনার জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন৷

রাজ্যজ্যসভার চেয়ারম্যান মণিপুর নিয়ে আলোচনার জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন৷ মণিপুর কাণ্ডে উত্তাল দেশ। সংসদের বাদল আধিবেশনের প্রথম দিন থেকেই বিরোধীরা মণিপুর নিয়ে মোদীর বিবৃতির দাবিতে অনড়। এর মাঝেই বৃহস্পতিবার রাজ্যসভার কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন সংসদে মণিপুর নিয়ে আলোচনার জন্য জোর দিয়ে বলেন, 'হিংসা-কবলিত রাজ্যে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনা প্রয়োজন'।

Advertisment

টিএমসি সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানকে বলন, "আমাদের মণিপুর ইস্যুটি হাউসে উত্থাপন করা উচিত এবং কমপক্ষে ৬-৮ ঘন্টা আলোচনা করা উচিত।" কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'আলোচনার জন্য সরকার সব সময় প্রস্তুত'। তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে সরকারের তরফে বক্তব্য রাখবেন। তিনি জানবেন কখন তিনি হাউসে আলোচনা করতে পারবেন"। পাশাপাশি তিনি এদিন বিরোধী নেতাদের উদেশ্যে বলেন, "অতীত ছেড়ে, আসুন আমরা সামনের দিকে তাকাই।" তিনি আরও বলেন, 'আমরা মণিপুরবাসীর পাশে আছি! আমি চাই বিরোধী দলের সদস্যরা এই ইস্যুতে আলোচনা করুক'। এদিকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন যে তিনি আজ বেলা ১টায় মণিপুর নিয়ে আলোচনার জন্য বিরোধী নেতাদের তার চেম্বারে আমন্ত্রণ জানাবেন।

আরও পড়ুন: < বিরাট স্বীকারোক্তি! মোদীর ওপর তাঁর নিয়ন্ত্রণই নেই, সংসদে মানলেন ধনখড় >

রাজ্যসভার চেয়ারম্যান বৃহস্পতিবার মণিপুর নিয়ে আলোচনার জন্য একটি পথ খুঁজে বের করার জন্য দুপুর ১ টায় বৈঠকের জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায়, মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমি পরামর্শ দিচ্ছি ততক্ষণ পর্যন্ত হাউস মুলতবি করা উচিত।" মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি এবং রাজ্যে শান্তি পুনরুদ্ধারের জন্য তার হস্তক্ষেপ চেয়ে বুধবার বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। তারা প্রধানমন্ত্রীকে হিংসা-কবলিত রাজ্য পরিদর্শন করার এবং হিংসা বন্ধ ও শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সকল সম্প্রদায়ের কাছে আবেদন করার দাবি জানিয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, 'প্রতিনিধিদলের সদস্যরা যে সম্প্রতি মণিপুর সফর করেছেন তাঁরা রাষ্ট্রপতিকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় তারা যা দেখেছেন সেই তথ্য তুলে ধরেছেন। তিনি বলেন, "আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও পেশ করেছি এবং কীভাবে হিংসা ঘটনা অব্যাহত রয়েছে, বিশেষত মহিলাদের বিরুদ্ধে যেভাবে অপরাধ সংগঠিত হচ্ছে তার বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে”। এদিকে, বিরোধী দলগুলি বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দাবি জানিয়েছে।

আরও পড়ুন: < মণিপুর নিয়ে সংসদে তুঙ্গে বিতর্ক, মোদীর বিবৃতির দাবির মাঝেই বোমা ফাটালেন ধনখড় >

এর মাঝেই রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ‘রক্ষার অভিযোগ’ তুলেছেন বিরোধীরা। এর মাঝেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বৃহস্পতিবার জোর দিয়ে বলেন,  তাঁর দায়িত্ব সংবিধান এবং জনগণের অধিকার রক্ষা করা, প্রধানমন্ত্রী মোদী সহ কোনও ব্যক্তিকে রক্ষা করা নয়। মণিপুকে নিয়ে খড়গের অভিযোগের জবাবে ধনখরের এই বক্তব্য এসেছে। বিরোধীরা সংসদে মণিপুর ইস্যুতে বিতর্কের দাবি করে আসছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার মণিপুর ইস্যুতে উত্তাল হয় লোকসভাও। দুপুর ২টা পর্যন্ত লোকসভা মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের জন্য প্রশ্নোত্তর চলাকালীন সভাপতিত্ব করেননি স্পিকার ওম বিড়লা।

Manipur Parliament
Advertisment