Advertisment

Triple Talaq: সংশোধিত তিন তালাক বিল পাশ হল লোকসভায়

Triple Talaq Bill to be Discussed in Lok Sabha: "সংশোধিত বিল নিয়ে রাজনীতি করবেন না, এটি মানবিকতা এবং ন্যায়, এই দুটি বিষয়কে মাথায় রেখেই সংশোধিত করা হয়েছে", বললেন রবিশঙ্কর প্রসাদ। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুধু শবরীমালাই নয়, মোদী সরকারকে নিশানা করতে এদিন সমকামিতার প্রসঙ্গও টেনে এনেছেন আসাউদ্দিন ওয়েইসি।

Discussion on Triple Talaq Bill Today in Lok Sabha:

Advertisment

দীর্ঘ বিতর্কের পর বৃহস্পতিবার লোকসভায় পাশ হল ঐতিহাসিক তিন তালাক বিল। বিরোধীদের পক্ষ থেকে সংশোধিত বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি জানানো হয়েছিল। বিল পাশ হওয়ার পর কংগ্রেস সাংসদরা ওয়াক আউট করলেন।

বৃহস্পতিবার লোকসভায় পেশ করা হয়েছিল সংশোধিত তিন তালাক বিল। সংশোধিত বিল নিয়ে বিতর্কে উত্তপ্ত হল লোকসভা।  গত আগস্ট মাসেই শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ তিন তালাক প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করে। বিরোধীদের সমালোচনার মুখে পড়ে প্রস্তাবিত বিলে বেশ কয়েকটি পরিবর্তন করেছে কেন্দ্র। কিন্তু তিন বছরের জেলের বিষয়টি একই ভাবে বলবৎ থাকছে। এ দিন কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংশোধিত তিন তালাক বিলের বিরোধিতা করা হয়।

সংশোধিত বিল আইনে পরিণত হলে, তাৎক্ষণিক তিন তালাক জামিন অযোগ্য ধারায় ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য হবে। তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা হবে। খোরপোশ দিতে হবে স্ত্রীকে।

কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের দাবি, শীর্ষ আদালতের রায়ের অপব্যাখ্যা করেছে কেন্দ্র। সংশোধিত বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি জানিয়েছেন বিরোধীরা।

আরও পড়ুন, রাম মন্দির ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি

বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, যাতে আইনের অপব্যবহার না হয়, সেটা মাথায় রেখেই লোকসভায় পেশ করার জন্য বিলটিতে তিনটি সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। প্রথমত, স্বামীর বিরুদ্ধে একমাত্র স্ত্রী বা তাঁর ঘনিষ্ঠ আত্মীয়ই  অভিযোগ জানাতে পারবেন। মামলা শুরু হওয়ার পর স্বামী, স্ত্রীর মধ্যে  সমঝোতা হয়ে গেলে স্ত্রী সেই মামলা তুলেও নিতে পারবেন। এবং একমাত্র স্ত্রীর বক্তব্য শুনেই অভিযুক্ত স্বামীকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্ট্রেট।

"সংশোধিত বিল নিয়ে রাজনীতি করবেন না, এটি মানবিকতা এবং ন্যায়, এই দুটি বিষয়কে মাথায় রেখেই সংশোধিত করা হয়েছে", বললেন রবিশঙ্কর প্রসাদ।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। ৬ মাসের মধ্যেই সংসদে পাস না হলে, অর্ডিন্যান্সের মেয়াদ অতিক্রান্ত হবে।

Read the full story in English

Advertisment