Advertisment

এককাট্টা বিরোধী শিবির, যন্তরমন্তরে কৃষকদের পাশে রাহুল-দোলা-সঞ্জয়রা

সংসদের গণ্ডি পেরিয়ে বিরোধী ঐক্যের ছবি এবার যন্তরমন্তরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Opposition leaders join protesting farmers at Jantar Mantar

যন্তরমন্তরে প্রতিবাদে সামিল রাহুল সহ বিরোধী দলের নেতারা।

সংসদের গণ্ডি পেরিয়ে বিরোধী ঐক্যের ছবি এবার যন্তরমন্তরে। কৃষি আইনের প্রতিবাদে গত ৯ মাসের বেশি সময় ধরে ধর্না বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে কৃষকরা। সরকারের সঙ্গে আলোচনায় ফল মেলেনি। কৃষকদের দাবি মানতে নারাজ কেন্দ্র। প্রতিবাদে যন্তরমন্তরে 'কিষান সংসদ 'চালাচ্ছে বিক্ষোভরত কৃষকরা। এবার একজোট হয়ে প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়ালো বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিন দুপুরে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলোর প্রতিনিধিরা যন্তমন্তরে পোঁছান। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সাংসদরাও। কৃষক আইন প্রত্যাহার ও পেগাসাসকাণ্ডে তদন্তের দাবিতে স্লোগান তোলেন রাহুল সহ বিরোধী নেতৃত্ব।

Advertisment

এর রূপরেখা তৈরি হয়েছিল অবশ্য শুক্রবার সকালেই। এদিন অধিবেশন শুরুর আগেই রাহুল গান্ধীর ডাকা বৈঠকে একজোট হয় বিরোধী শিবির। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে ডাকা ওই কৌশল বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল, এনসিপি, ডিএমকে, আরজেডি, শিবসেনা সহ ১৪টি বিরোধী দলের প্রতিনিধিরা।

পেগাসাস, কৃষি আইন সহ মোদী সরকারের নানা সিদ্ধান্তে বিরোধীরা বিক্ষোভে উত্তাল সংসদ। কেন্দ্রকে চেপে ধরতে এর আগেও রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের সংসদীয় দলের প্রতিনিধিরা একজোট হয়েছিলেন। সেখানেই সংসদে বিরোধী শিবিরে সমন্বয় নদরে পড়েছে। এই প্রেক্ষিতে এদিন কৃষক আইন বাতিলের দাবিতে জোটবদ্ধ বিরোধীদের প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়ানোর বিষয়টি বেশ তাৎপর্যবাহী।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farmers Movement Jantar Mantar Oppositions tmc rahul gandhi
Advertisment