Advertisment

শান্তি ফেরানোর দাবি, রাজ্যপালের সঙ্গে বৈঠক 'টিম ইণ্ডিয়া'র

হিংসা বিধ্বস্ত মণিপুরে বিরোধী ইণ্ডিয়া জোটের প্রতিনিধি দলের দু’দিনের সফরের আজই শেষ দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
opposition team visit manipur, manipur violence, opposition MPs manipur visit, INDIA alliance manipur visit, INDIA alliance, manipur violence hit regions, manipur opposition visit live updates, manipur live new

লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, "আমরা হিংসার অবসান চাই এবং দ্রুত শান্তি ফিরে পেতে চাই... মণিপুরে কী ঘটছে তা সমগ্র বিশ্ব দেখছে,"।

রাজ্যে শান্তি ফেরানোর দাবিতে আজ রাজ্যপাল আনুসুইয়া উইকির সঙ্গে দেখা করবেন বিরোধী ইণ্ডিয়া জোটের সাংসদের প্রতিনিধি দল। ইতিমধ্যেই প্রতিনিধি দলের সদস্যরা রাজভবনে পৌঁছেছেন।এই বিষয়ে রাজ্যপালের হাতে একটি স্মারকলিপিও তুলে দেবেন তারা।  লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, "আমরা হিংসার অবসান চাই এবং দ্রুত শান্তি ফিরে পেতে চাই... মণিপুরে কী ঘটছে তা সমগ্র বিশ্ব দেখছে,"।

Advertisment

হিংসা বিধ্বস্ত মণিপুরে বিরোধী ইণ্ডিয়া জোটের প্রতিনিধি দলের দু’দিনের সফরের আজই শেষ দিন। শনিবার রাজ্যের বিভিন্ন এলাকা এবং ত্রাণ শিবির পরিদর্শন করেছেন প্রতিনধিদলের সদস্যরা৷ সাংসদরা আজ রাজভবনে রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করবেন। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, “যে তারা যে বিষয়গুলি পর্যবেক্ষণ করেছে তার ভিত্তিতে তারা তার কাছে একটি স্মারকলিপি জমা দেবেন”।

ভারতীয় ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA) এর ২১ জন সংসদ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করতে মণিপুর সফরে রয়েছেন। ইতিমধ্যে, বিরোধীদের এই সফরকে তীব্র নিশানা করেছে বিজেপি।  বিরোধীদের আক্রমণ করে তাদের সফরকে "ফটো সেশন" এবং "রাজনৈতিক পর্যটন" বলে অভিহিত করেছে বিজেপি। তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা পাওয়ার দাবিতে মেইতি সম্প্রদায়ের দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে একটি 'উপজাতি সংহতি মার্চ' সংগঠিত হওয়ার পর ৩ মে মণিপুরে হিংসা শুরু হয়, তখন থেকে ১৬০ জনেরও বেশি মানুষ হিংসায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

আরজেডি সাংসদ মনোজ ঝা বলেছেন, ‘ইণ্ডিয়া জোটের  সাংসদরা রাজ্যপালকে রাজ্যে শান্তি ফিরিরে আনার বিষয়ে অনুরোধ করবেন এবং রাজ্যপালের কাছে একটি স্মারকলিপিও হস্তান্তর করবেন’।

হিংসা কবলিত মণিপুরে ত্রাণ শিবির পরিদর্শন করার পর, ইন্ডিয়া জোটের সাংসদরা আজ রাজ্যপাল আনুসুইয়া উইকেয়ের সাথে দেখা করবেন। বিরোধী জোটের ২১ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল স্থল পরিস্থিতি মূল্যায়ন করতে এবং রাজ্যে তিন মাসের জাতিগত দাঙ্গায় ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলতে দু’দিনের মণিপুর সফরে রয়েছেন।

I.N.D.I.A জোটের বিরোধী সাংসদদের মণিপুর সফর প্রসঙ্গে বিজেপি নেতা অজয় অলোক বলেছেন, "I.N.D.I.A.এর প্রতিনিধিদল মণিপুর পর্যটনে গিয়েছে। তারা সংসদে আলোচনা করতে পারে না, তারা মণিপুরের পরিস্থিতির কী মূল্যায়ন করবে? তারা শুধুমাত্র রাজনৈতিক ফায়েদা লাভের জন্য মণিপুর সফরে গিয়েছেন"।

আজ মণিপুরের গভর্নর আনুসুইয়া উইকির সঙ্গে দেখা করবে বিরোধী সাংসদের প্রতিনিধি দল। অধীর রঞ্জন চৌধুরী এবং গৌরব গগৈ ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সুস্মিতা দেব, জেএমএম-এর মহুয়া মাজি, ডিএমকে-র কানিমোঝি, আরএলডি-র জয়ন্ত চৌধুরী, আরজেডি-র মনোজ কুমার ঝা, আরএসপি-র এন কে প্রেমচন্দ্রন, জেডি (ইউ) প্রধান রাজীব রঞ্জন, রাজীব সিং। অনিল প্রসাদ হেগড়ে (জেডি-ইউ), সিপিআই-এর পি সন্তোষ কুমার এবং সিপিআই(এম)-এর এ এ রহিম সহ অন্যরা।

Manipur
Advertisment