Advertisment

'বিরোধীরা ঘাবড়ে গেছে', সংসদে চাপ কাটাতে দলীয় সাংসদদের চাঙ্গা করলেন মোদী

মঙ্গলবার দলের সাংসদদের চাঙ্গা করার জন্য বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Subhamay Mandal
New Update
Modi,Prime Minister Narendra Modi,BJP,2024,general elections,2024 general elections,Bharatiya Janata Party,New Delhi,national executive committee meeting,PM,Devendra Fadnavis"

নরেন্দ্র মোদী এবং জে পি নাড্ডা

কেন্দ্রের শাসকদল বিজেপি এবং বিরোধীদের মধ্যে সংঘাত দিন দিন বেড়েই চলেছে। এই সংঘাতে ঘি ঢেলেছে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিল। এবার এক ছাতার তলায় এসে কেন্দ্রের বিরুদ্ধে এক সুরে সোচ্চার হয়েছে সব বিরোধীরা। এই অবস্থায় চব্বিশের লোকসভা নির্বাচনে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। তার মধ্যেই মঙ্গলবার দলের সাংসদদের চাঙ্গা করার জন্য বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

এদিন দলীয় সাংসদদের মোদী বলেন, সরকারের ইতিবাচক বিষয়গুলি যেন তাঁরা প্রচার করেন। বেশি করে সেগুলিতে মানুষের নজর ঘোরানো হয় যেন। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি তুলে ধরতে হবে। বিরোধীরা কুৎসা, অপপ্রচার করবেই কারণ। গুজরাট এবং উত্তর-পূর্ব ভারতে বিজেপির বিরাট জয়ে বিরোধীরা ঘাবড়ে গেছে।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, "উত্তর-পূর্ব ভারতে বিজেপির বিরাট সাফল্যে বিরোধীরা ঘাবড়ে গিয়েছে। গুজরাটে বিজেপির জয়ের পরও তারা একই রকম প্রতিক্রিয়া দিয়েছিল। বৈঠকে এইদিন এমনই বার্তা দেন মোদী।"

আরও পড়ুন ‘অনেক সুখের স্মৃতির জন্য ঋণী’, সরকারি নোটিস পেয়ে বাংলো ছেড়ে দিচ্ছেন রাহুল

এক সাংসদ জানিয়েছেন, "প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, বিরোধীরা আমাদের আক্রমণ করবেই। কারণ ওঁরা বিজেপির বার বার জয়ে নড়ে গিয়েছে। যত জিতব ততই আক্রমণের ঝাঁঝ বাড়বে। এখন আরও ময়দানে নেমেছে কারণ গুজরাট আর উত্তর-পূর্বে আমার সাফল্য পেয়েছি।"

গত ১৩ মার্চ বাজেট অধিবেশন শুরু হওয়ার পর এই প্রথম দলের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মোদী। বাজেট অধিবেশন বার বার থমকে গেছে বিরোধীদের হই হট্টগোলে, রাহুলের সদস্যপদ বাতিলের জেরে বিরোধীদের আন্দোলনে। তার পর আদানি ইস্যুতে জেপিসি-র দাবিতে উত্তাল হয়েছে সংসদ।

bjp PM Narendra Modi rahul gandhi
Advertisment