করোনা পরিস্থিতিতে শুক্রবার সোনিয়া-মমতা-পাওয়ার-ইয়েচুরি-স্ট্য়ালিন বৈঠক

''ওঁদের ওই করোনা ফ্রন্ট তৈরি হয়েছে। সেই ফ্রন্টের কী দুর্দশা হয় তা আমরা জানি''।

''ওঁদের ওই করোনা ফ্রন্ট তৈরি হয়েছে। সেই ফ্রন্টের কী দুর্দশা হয় তা আমরা জানি''।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, manata, opposition party video conference, মমতা, মমতার খবর, বিরোধীর ভিডিও কনফারেন্স, মমতা, coronavirus, করোনাভাইরাস

মমতা-সোনিয়া-ইয়েচুরি।

করোনা পরিস্থিতিতে এবার আলোচনায় বসছে বিজেপি বিরোধী নেতারা। আগামী শুক্রবার দুপুর ৩টেয় বিরোধীদের ভিডিও কনফারেন্স। মূলত অ-বিজেপি নেতৃত্বই ওই ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। বিরোধীদের ভিডিও কনফারেন্সের কথা মঙ্গলবার নবান্নে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, এম কে স্ট্য়ালিন, সীতারাম ইয়েচুরি, উদ্ধব ঠাকরের মতো নেতারা ওই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন বলে খবর।

Advertisment

ঠিক কী জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়?

এদিন নবান্নে তৃণমূল সুপ্রিমো বলেন, ''কিছু বিরোধী রাজনৈতিক দলের নেতারা করোনা নিয়ে আলোচনা করবেন। শরদজি, সোনিয়াজি, সীতারাম ইয়েচুরি, স্ট্য়ালিনের মতো নেতারা থাকবেন। ভালই এটা। সরকারের সঙ্গে তো সর্বদা আমরা আলোচনা করি। এবার না হয় বিরোধীরা করবে। কীভাবে ভাল করে কাজ করা যায়, কী সমস্য়া রয়েছে, সে নিয়ে আলোচনা হবে। নিজেদের মধ্য়ে আলোচনা হবে। শুক্রবার দুপুর ৩টেয় হবে ভিডিও কনফারেন্স''।

Advertisment

আরও পড়ুন: আমফানের তিনটি অংশ, মাথা-চোখ-লেজ: মমতার সতর্কতা

বিরোধীদের এহেন ভিডিও কনফারেন্স প্রসঙ্গে বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ''মোদীজির নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়াই করার যে ফ্রন্ট তৈরি করা হয়েছে, আমার মনে হয় তাতে আস্থা কম ওঁদের। ওঁদের ওই করোনা ফ্রন্ট তৈরি হয়েছে। সেই ফ্রন্টের কী দুর্দশা হয় তা আমরা জানি। লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে এসে ওই নেতারা হাত উঁচু করে কেন্দ্রের বিরুদ্ধে শপথ নিয়েছিলেন, পরিণতি কী হয়েছিল তা সকলে জানি। ভাল কথা, কেউ যদি একত্রিত হয়ে লড়াই করে এই দুঃসময়ে। কিন্তু, একমাস আগে শুরু করেননি কেন, তাহলে প্রস্তুতি আরও ভাল হত। দেখা যাক, ওঁরা কী করেন''।

প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনের আগে মোদী বাহিনীকে পর্যদুস্ত করতে কার্যত একজোট হয়েছিল বিজেপি বিরোধী দলগুলি। লোকসভা ভোটের আগে কলকাতার ব্রিগেড ময়দানে মমতার ডাকে সাড়া দিয়ে একমঞ্চে শামিল হয়েছিলেন বিজেপি বিরোধী নেতারা। কিন্তু উনিশের রায়ে বিরোধী শক্তিকে দুরমুশ করে বিপুল সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ফের দিল্লির সিংহাসনে বসে গেরুয়াবাহিনী। এই প্রেক্ষিতে করোনা আবহে আবার যেভাবে বিরোধীরা একত্রিত হচ্ছেন, তা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee