Advertisment

'কে শাহরুখ' থেকে 'শ্রী শাহরুখ' , হিমন্তের ডিগবাজিতে হাসছেন বিরোধীরাও

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান' সিনেমা।

author-image
IE Bangla Web Desk
New Update
SRK to Shri SRK

'কে শাহরুখ খান' তিনি চেনেন না। সাংবাদিকদের তিনি নিজের মুখেই বলেছিলেন একথা। সেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাত ২টোয় ফোন ধরেছেন। ফোনের অপর প্রান্তে ছিলেন শাহরুখ খান। ফলাও করে সেই খবর আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন হিমন্ত। শুধু এটাই নয়। নিজের পরবর্তী বক্তব্যে শাহরুখ খানকে 'শ্রী শাহরুখ' বলেও সম্বোধন করেছেন অসমের মুখ্যমন্ত্রী। রাতারাতি ভোলবদল। অসমের মুখ্যমন্ত্রীর এই ডিগবাজি নিজেই এখন হেসে কুটিপাটি বিরোধীরা।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, 'শ্রী শাহরুখ খান তাঁকে ফোন করেছিলেন। তাঁর ছবির স্ক্রিনিংয়ের সময় গুয়াহাটির একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।' হিমন্ত বার্তায় আরও জানিয়েছেন, অভিনেতাকে তিনি আশ্বস্ত করেছেন। তাঁকে বলেছেন যে আইন-শৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। এতেই না-থেমে হিমন্ত বার্তায় দাবি করেছেন যে তিনি শাহরুখকে বলেছেন, 'আমরা তদন্ত করব। এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা যাতে ভবিষ্যতে না-ঘটে, তা নিশ্চিত করব।'

হিমন্ত বিশ্বশর্মা শুক্রবারের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। ঘটনাটি হল, বজরং দলের সদস্যরা গুয়াহাটির গোল্ড ডিজিটাল সিনেমা হলের সামনে জড় হয়েছিলেন। সেখানে তাঁরা 'পাঠান' সিনেমার পোস্টার পুড়িয়ে দেন। 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়ে সিনেমা হল ভাঙচুর করেন। যে সিনেমা নিয়ে এত গোলমাল, সেই 'পাঠান' ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। শাহরুখ খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন- পাকিস্তানে আটার দাম এত চড়া কেন?

একদিন আগেই শনিবার হিমন্ত বিশ্বশর্মা অবশ্য অন্য কথা বলেছিলেন। সেই সময় তাঁর সুর ছিল বেশ চড়া। হিমন্ত বলেছিলেন, 'কেউ থানায় মামলা করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আমি জানি না এই পাঠান-ওঠান কী। আমি এই পাঠান-ওয়াথান শুনিওনি, দেখিওনি। আমার কাছে ওসব দেখার মত এত সময় নেই। শাহরুখ খান কে? আমরা কেন এসব নিয়ে চিন্তা করব? আমাদের এখানে অনেক শাহরুখ খান আছেন। ডা. বেজবরুয়া (আগামী অসমীয়া ফিল্ম) মুক্তি পাবে। আমরা তা নিয়ে চিন্তা করতে পারি। তাছাড়া যাঁরা ছবিটি তৈরি করেছেন তাঁরাও কিছু বলেননি। আমি সবার ফোন ধরি। কেন আমরা চিন্তা করব? কোনো সমস্যা হলে শাহরুখ খান ফোন করতেন। শাহরুখ খান যদি ফোন করেন, আমি তখন দেখব যে সমস্যাটা কী!'

Read full story in English

Himanta Biswa Sarma Assam
Advertisment