Advertisment

হট্টগোলে কাটছাঁট লোকসভা অধিবেশনে, প্রতিবাদ মিছিল বিরোধীদের

Rahul Gandhi: মিছিলে রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী ১৫টি দলের নেতা পা মিলিয়েছিলেন৷

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Government, Rahul Gandhi, Oppsition Party

মিছিল শেষে বিরোধীদের সাঙ্গাব্দিক বৈঠক।

Rahul Gandhi: বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে শেষমেশ নির্ধারিত সময়ের আগেই লোকসভার অধিবেশন কাটছাঁট করে দেওয়া হয়েছে৷ এরই প্রতিবাদে সোচ্চার বিরোধীরা৷ বৃহস্পতিবার সকালে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন বিরোধী দলগুলির নেতারা৷ মিছিলে রাহুল গান্ধি থেকে শুরু করে বিরোধী ১৫টি দলের নেতা পা মিলিয়েছিলেন৷

Advertisment

বাদল অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত ছিল সংসদের দুই কক্ষ৷ পেগাসাস কাণ্ডের তদন্তের দাবি থেকে শুরু করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও কৃষি আইন বাতিলের দাবিতে সোচ্চার হতে থাকেন বিরোধী নেতারা৷ ফি দিন সংসদের দুই কক্ষে কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধী দলগুলির সাংসদরা সোচ্চার হয়েছেন৷ পেগাসাস-কাণ্ডে শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে এসেছেন বিরোধী সাংসদরা৷ তবে বিরোধীদের

তুমুল হট্টগোলের মাঝেও সংখ্যাগরিষ্ঠতা থাকায় একের পর এক বিল পাশ করিযে নিয়েছে মোদী সরকার৷ যা নিয়েও বিরোধীরা কাঠগড়ায় তুলেছে কেন্দ্রকে৷ বাদল অধিবেশনের পুরোভাগটাই সংসদের দুই কক্ষে তুমুল হট্টগোল করেছেন বিরোধীরা৷ বিরোধীদের মোকাবিলা করতে কার্যত হিমশিম দশা হয়েছে কেন্দ্রের৷ বিরোধীদের দফায়-দফায় প্রতিবাদ-বিক্ষোভের জেরেই চলতি অধিবেশনে কাটছাঁট করা হয়েছে৷ নির্দিষ্ট সময়ের আগেই লোকসভা অধিবেশন কাটছাঁট করেছে কেন্দ্র৷ যারই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা৷

বৃহস্পতিবার সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত মিছিল করেন বিরোধী সাংসদরা৷ এদিন সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক করেন বিরোধী নেতারা৷ সেই বৈঠকে রাহুল গান্ধি, অধীর চৌধুরীর পাশাপাশি একাধিক বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন৷ তারপরেই প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়৷ নির্দিষ্ট সময়ের আগে লোকসভা অধিবেশন কাটছাঁটের তীব্র বিরোধিতায় সরব অ-বিজেপি দলগুলির নেতারা৷ সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কেন্দ্রকে বিরোধী-ঐক্যের বার্তা দিতে চেয়েছেন অ-বিজেপি নেতারা৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi protest rally Modi Government Parliament Session Oppositions Parties
Advertisment