বিজেপি-র আইটি সেলের প্রধান অভিযোগ করেছেন, ভুয়ো খবর ছড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
আসন্ন লোকসভা ভোটে হারের ভয়ে বিরোধী দল বরিষ্ঠ বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুয়ো খবর তৈরি করে প্রচার চালাতে শুরু করেছে বলে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, নির্দিষ্ট কিছু জাতিগত জিগির তুলে কয়েকটি জাতিগোষ্ঠীর মধ্যে অসন্তোষ তৈরি করার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে।
বিজেপি আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য এদিন একটি খবরের কাগজের ক্লিপিং দেখান। সেখানে অমিত শাহ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করছেন ও তাদের ছোট করছেন বলে লেখা হয়েছে। মালব্যের অভিযোগ, এটি ভুয়ো খবর। তিনি আরো বলেন, মধ্যপ্রদেশের এক বড়সড় কংগ্রেস নেতা এই টুইট করেছিলেন, যদিও তিনি তা পরে ডিলিট করে দিয়েছেন।
আরও পড়ুন, “প্রতিরক্ষা চুক্তিতে কোনোদিন হস্তক্ষেপ করেননি রাহুল, সোনিয়া কেউই”
অমিত মালব্য বলেন, ”নির্দিষ্ট কতকগুলির জাতিকে খেপিয়ে দিয়ে তাদের মধ্যে দল এবং দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অসন্তোষ তৈরির চেষ্টা করছে বিরোধীরা।”
আরও একটি উদাহরণ দিয়েছেন মালব্য। এখানে তাঁর অভিযোগের তিরের মুখে আম আদমি পার্টি। আপের বিরুদ্ধে মালব্যের অভিযোগ, তারা নাকি একটি ভুয়ো খবর ছড়িয়েছে, যেখানে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেছেন, তিনি কেবল মাত্র একটি জাতেরই মুখ্যমন্ত্রী।
আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি আইটি সেলের অভিযোগ, বিজেপি-র জন্য নির্বাচনী তালিকা থেকে একটি নির্দিষ্ট জাতকে বাদ দেওয়া হয়েছে বলে প্রচার করে তিনি সামাজিক টেনশন তৈরির চেষ্টা করেছেন।
অমিত মালব্যের বক্তব্য, ২০১৯ সালের লোকসভা ভোট হেরে যাওয়ার ভয় পেয়েছে বিরোধীরা এবং সে কারণেই তারা শস্তা কৌশল অবলম্বন করে নিজেদের প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে।
মালব্য বলেছেন, প্রাসঙ্গিক থাকার জন্য বিভিন্ন বিরোধী দল বিজেপি এবং তার সিনিয়র নেতাদের সম্পর্কে ভুযো খবর ছড়াচ্ছে এবং কিছু জাতিকে দল এবং নেতাদের বিরুদ্ধে প্ররোচিত করছে। মালব্যর মতে, এর ফলে এই পার্টিগুলি সমাজেই বিভাজন ছড়াচ্ছে।
বিজেপি-র সমর্থক হিন্দু সম্প্রদায়ভুক্ত কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে খেপিয়ে তোলার সঙ্গে সঙ্গে বিরোধীরা তাদের সংখ্যালঘু তোষণ নীতিও চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান।
Read the Full Story in English