Advertisment

মদ কেলেঙ্কারির ‘মূল মাথা’ এখনও জেলের বাইরে, কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় এবার কে?

দিল্লির মদ কেলেঙ্কারি নিয়ে ফের বিজেপির নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

author-image
IE Bangla Web Desk
New Update
Anurag Thakur, Arvind Kejriwal, Manish Sisodia, Sanjay Singh, Delhi News, Delhi Liquor Case, Liquor Scam

দিল্লির মদ কেলেঙ্কারি নিয়ে ফের বিজেপির নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় দ্রুত জাল গোটাতে শুরু করেছে ইডি-সিবিআই। এবার নাম না করেই কেজরিওয়ালকে প্রশ্ন ছুঁড়লেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি এদিন বলেন, প্রথমে জৈন, তারপর সিসোদিয়া; এখন সঞ্জয় সিং, এরপর কে?

Advertisment

আবারও বিজেপি দিল্লির মদ কেলেঙ্কারি নিয়ে আম আদমি পার্টি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছেন। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেছেন যে কেজরিওয়াল যাদের শংসাপত্র দিয়েছিলেন যে তারা ‘সৎ’, তারা সকলেই আজ কারাগারে।

দিল্লির মদ কেলেঙ্কারি নিয়ে ফের বিজেপির নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে মদ কেলেঙ্কারির ‘মূল মাথা’ এখনও বাইরে। তবে তদন্ত চলছে, শীঘ্রই মাথাকে গ্রেফতার করা হবে।  কেজরিওয়াল সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী  এবং স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে কারাগারে, যারা নিজেরাই দুর্নীতি বিরোধী স্লোগান তু্লেছিলেন, তারাই  দূর্নীতির সবচেয়ে বড় কারিগর।

এমনকি পাঞ্জাবে তার দলের মন্ত্রীকে দুই মাসের মধ্যে পদত্যাগ করতে হয়েছে। ঠাকুর বলেছিলেন যে কেজরিওয়াল যাকে সৎ বলে বর্ণনা করেছেন তিনিও বর্তমানে গ্রেফতার হয়েছেন। এবার কার পালা? সঞ্জয় সিংয়ের গ্রেপ্তারে ক্ষুব্ধ AAP, পরিবারের সঙ্গে দেখা করলেন কেজরিওয়াল। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, শেষের শুরুর পথে এবার বিজেপি।

আপ সাংসদ সঞ্জয় সিংয়ের গ্রেফতারিতে মোদী সরকারকেই কার্যত নিশানা করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লির কথিত মদ কেলেঙ্কারি মামলায় আপ সাংসদের গ্রেফফতারি ইস্যুতে মুখ খুলে বলেছেন, আপাদমস্তক দুর্নীতিতে মোড়া প্রধানমন্ত্রী মোদী। আসন্ন ২৪ এর লোকসভা নির্বাচনে মানুষ বিজেপি সরকারকে তার যোগ্য জবাব দেবে। তখনই তদন্তে উঠে আসবে দুর্নীতির অজানা রহস্য। 

দিল্লির কথিত মদ কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর পর কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঞ্জয় সিংয়ের গ্রেফতারে পর তাঁর  বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করেন। এই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন যে আম আদমি পার্টি সততার সঙ্গে রাজনীতি করে। আমরা জানি সততার পথ কতটা কঠিন। অসৎ হলে সব সমস্যা শেষ হয়ে যাবে।

কেজরিওয়াল আরও বলেছেন বিজেপি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। ইণ্ডিয়া জোট নিয়ে তারা আতঙ্কিত। আর এই সবই সেই আতঙ্কের ফল। ২৪-এর নির্বাচনের আগে আরও একাধিক বিরোধী নেতাকে গ্রেফতার করে ইণ্ডিয়া জোটের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে বিজেপি তথা মোদী সরকার। এমনও অভিযোগ করেছেন কেজরিওয়াল। তিনি এদিন বলেন, সঞ্জয় সিংয়ের গ্রেফতারির মাধ্যমে বিরোধী জোটকে ভয় দেখানোর চেষ্টা করছেন মোদী। বুধবার সকালে, ইডি আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বাসভবনে অভিযান চালায় এবং প্রায় ১০ ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়।

AAP Kejriwal
Advertisment