পুলওয়ামা হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানাতে উত্তরপ্রদেশের শামলি গ্রামে গেলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢড়া। বুধবার দলের সাধারণ সম্পাদক তথা পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা প্রথমে উপস্থিত হন নিহত জওয়ানদের প্রার্থনা সভায়। এরপরই বানট গ্রামে আরেক জওয়ান প্রদীপ কুমারের বাড়িতেও পৌঁছে যান তাঁরা।
নিহত জওয়ানদের শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে নিজের বাবার কথা বলেন রাহুল। কংগ্রেস সভাপতি বলেন, "আমাদের বাবারও একই পরিণতি হয়েছিল। ফলে, আপনাদের ব্যথা-যন্ত্রণা আমরা অনুভব করতে পারি"। পুলওয়ামা আক্রমণ ভারতের আত্মায় আঘাত বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। এরপরই তিনি বলেন, ভারত বীর সন্তানদের দেশ, কোনও শক্তিই একে পিছিয়ে দিতে পারবে না। রাহুলের কথায়, "এই দেশ সবার। এই দেশ ভালবাসা ও সৌভাতৃত্বের"।
রাহুল গান্ধী এদিন নিহত জওয়ানদের পরিবারের উদ্দেশে বলেন, "আমরা গভীর শোকাহত। কিন্তু একই সঙ্গে গর্বিতও। এই দেশের পরিবারগুলি তাদের সন্তানকে ভালবাসা ও শিক্ষা দিয়ে মানুষ করেছে। আর সেইসব সন্তান তাঁদের হৃদয় ও জীবন দিয়েছে দেশকে। আমরা কখনও এ কথা ভুলতে পারব না"।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় নিহত ৪০জন সিআরপিএফ জওয়ানের মধ্যে শামলির দুই জওয়ান-সহ ১২ জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। এদিন নিহত জওয়ানদের উদ্দেশে রাহুল গান্ধী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার শ্রদ্ধা জ্ঞাপনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছে কংগ্রেস। এরপর তাঁরা যান প্রদীপ কুমারের বাড়িতে। সেখানে পরিবারের মহিলাদের সঙ্গে কথা বলতে ও সান্ত্বনা দিতে দেখা যায় প্রিয়াঙ্কা বঢড়াকেও।
Read the full story in English