Advertisment

অভিষেকের কাছে ক্ষমা চান, নির্দেশ মুকুল রায়কে

মুকুল রায়কে অবিবেচক বলল আদালত। ৩০ দিনের মধ্যে লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে এই বিজেপি নেতাকে। কোর্টে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul-roy-759

মুকুল রায়কে ক্ষমা তাওয়ার নির্দেশ

আগামী ৩০ দিনের মধ্যে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতা মুকুল রায়কে। আলিপুরদুয়ার আদালত শনিবার এই নির্দেশ দিয়েছে। ‘বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন’ ও ‘জাগো বাংলা’ নিয়ে যে চাপান উতোর এই দুই নেতার মধ্যে চলেছিল সেই প্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ।

Advertisment

উল্লেখ্য, ‘বিশ্ব বাংলা’র কর্ণধার হল রাজ্য সরকার, এবং ‘জাগো বাংলা’ তৃণমূল কংগ্রেসের মুখপত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মুকুল রায় অভিযোগ করেছিলেন, যে অভিষেকই ‘বিশ্ব বাংলা’ ও ‘জাগো বাংলা’, এই দুই সংস্থারই মালিক, এবং এই দুই সংস্থার থেকেই তিনি আর্থিক সুবিধা পেয়ে থাকেন। এর পরেই আলিপুরদুয়ার আদালতে এ নিয়ে মামলা করেন অভিষেক। গত ১০ নভেম্বর এক সভায় মুকুল রায় ভাষণ দেওয়ার সময়ে এই অভিযোগ করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর আলিপুরদুয়ার আদালতে মামলা করেন অভিষেক। এ নিয়ে তখনই আদালত মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এই দুই সংস্থা সম্পর্কে কোনও রকম মন্তব্য করার উপরে স্থগিতাদেশ জারি করে।

আদালতের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুকুল রায় যে অভিযোগ এনেছেন সে সম্পর্কে কোনও অকাট্যপ্রমাণ তিনি হাজির করতে পারেননি।

এদিনের রায়ে মুকুল রায়কে অবিবেচক বলে তিরস্কার করেছে আদালত। আদালতের মতে, কোনও একজন ব্যক্তি যে কোনও কর্পোরেট সংস্থার কর্ণধার হতে পারেন না, সে কথা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।

mukul roy abhishek banerjee
Advertisment