Advertisment

জুড়ল জেডি(এস), ছাড়ল এআইএডিএমকে, দাক্ষিণাত্যে বিজেপির ১+১, নাকি ১-১?

বিজেপি জেডি (এস)-এর সঙ্গে ভোক্কালিগা ভোট নিয়ে জুয়া খেলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
JD(S)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গে শুক্রবার ২২ সেপ্টেম্বর, ২০২৩ নয়াদিল্লিতে একটি বৈঠক করেছেন। (ছবি-পিটিআই)

দক্ষিণের রাজ্যগুলোর ভোট ফলাফল বিজেপির ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য জরুরি। তার মধ্যেই দুই রাজ্যে বিজেপির পরিস্থিতির বদল ঘটল। তামিলনাড়ুতে গেরুয়া শিবিরের সঙ্গ ছাড়ল এআইএডিএমকে। আর, কর্ণাটকে জেডি (এস) ভিড়ল গেরুয়া শিবিরে। এই যোগদান বা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিকে অন্যভাবে দেখতে গেলে বলতে হয়, কর্ণাটকে জেডি(এস) এনডিএ-তে যোগ দেবে এবং বিজেপির সঙ্গে জোট করে ২০২৪ সালের নির্বাচন এবং ভবিষ্যতের অন্যান্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর, তামিলনাড়ুতে এআইএডিএমকে ঘোষণা করেছে যে তারা তামিলনাড়ুতে বিজেপির সঙ্গে জোট ছিন্ন করছে। আর, আসন্ন নির্বাচনগুলোয় বিজেপির বিরুদ্ধে তারা প্রার্থী দেবে।

Advertisment

এই দুটি ঘটনার মধ্যে বিজেপি-জেডি (এস) জোট আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে। কারণ, বিজেপি এবং জেডি (এস) উভয় দলই চার মাস আগে বিধানসভা নির্বাচনে বড়ভাবে পরাজিত হয়েছে। তার মধ্যে জেডি (এস)-এর শক্তি ইতিমধ্যই হ্রাস পেয়েছে। কর্ণাটকে এর গড় বলে পরিচিত এলাকাগুলোয় বিজেপি পরিপূরক। ২০১৯ লোকসভা নির্বাচনে, বিজেপি কর্ণাটকের ২৮টি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তার মধ্যে ২৫টি জিতেছিল। তবে, ওয়াকিবহাল মহলের ধারণা, এবার সেই ঘটনার পুনরাবৃত্তি না-ও হতে পারে। তবে, বিজেপির আশা যে, জেডি (এস) তাদের সাহায্য করতে পারবে।

আরও পড়ুন- লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপির, সম্পর্ক ছিন্ন করল দক্ষিণের বড় শরিক, নেপথ্যে কি এই কারণ?

বিজেপি সূত্রে খবর, তামিলনাড়ুতে দল বড় ধাক্কা খেয়েছে। কারণ, জাতীয় নেতৃত্ব আশা করেননি যে এআইএডিএমকে তাদের সঙ্গ ছাড়বে। যদিও বেশ কিছুদিন ধরেই গেরুয়া শিবিরের সঙ্গে তামিলনাড়ুতে এআইএডিএমকের প্রধান কে আন্নামালাইয়ের বিবাদ চলছিল। তারপরও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি ফের এআইএডিএমকের সঙ্গে জোট গঠনের চেষ্টা চালাতে পারে। এমনটাই সূত্রের খবর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে বিজেপি ও এআইএডিএমকে প্রথমবারের মত একসঙ্গে লড়াই করেছিল। প্রতিদ্বন্দ্বী ডিএমকে-র নেতৃত্বাধীন জোট ৩৮টি আসনের মধ্যে ৩৭টি জিতেছিল। বিজেপি গত লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তার মধ্যে একমাত্র আসনটিও তারা ধরে রাখতে পারেনি।

karnataka Tamilnadu bjp
Advertisment