এয়ার স্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গি নিহত: অমিত শাহ
‘‘উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। পুলওয়ামা হামলার পর সকলে ভেবেছিলেন হয়তো সার্জিক্যাল স্ট্রাইক হবে না। কিন্তু পুলওয়ামার হামলার ১৩দিনের মাথায় মোদী সরকার এয়ার স্ট্রাইক করল। ২৫০ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে।’’
বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে ঠিক কতজন জঙ্গির মৃত্যু হয়েছে? এই মুহূর্তে এটাই লাখ টাকার প্রশ্ন। এ প্রশ্ন তুলেই মোদী সরকারকে ‘চাপে’ রাখার কৌশল নিচ্ছে বিরোধীরা। সেই প্রশ্নেরই এবার জবাব দিলেন মোদী সেনাপতি। বালাকোটে এয়ার স্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে, এমন চাঞ্চল্যকর দাবিই করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
Advertisment
গুজরাতে রবিবার অমিত শাহ বলেছেন, ‘‘উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। পুলওয়ামা হামলার পর সকলে ভেবেছিলেন হয়তো সার্জিক্যাল স্ট্রাইক হবে না। কিন্তু পুলওয়ামার হামলার ১৩দিনের মাথায় মোদী সরকার এয়ার স্ট্রাইক করল। ২৫০ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে।’’
বিরোধীদের নিশানা করে বিজেপি সভাপতি বলেন, ‘‘যখন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ধরা পড়লেন, তখনও ওঁরা(বিরোধীরা) সরব হলেন। কিন্তু মোদী সরকারের জোরেই এই প্রথমবার কোনও যুদ্ধবন্দিকে এত দ্রুত মুক্তি দেওয়া হল...৪৮ ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে অভিনন্দনকে।’’ শাহ আরও বলেছেন, আমেরিকা ও ইজরায়েলের পর ভারতই তৃতীয় কোনও দেশ যারা সেনার উপর হামলার বদলা নিতে জানে।
সুরাতের একটি সভায় বিরোধীদের আক্রমণ করে শাহ বলেন, এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের মুখে ‘হাসি’ ফোটাচ্ছে বিরোধীরা। মোদী সেনাপতি বলেন, ‘‘মমতা বলছেন, প্রমাণ কোথায়। রাহুল বলছেন, রাজনীতি করা হচ্ছে। অখিলেশ বলছেন, তদন্ত করা হোক। ওঁদের প্রতি লজ্জা হচ্ছে আমার। আপনাদের বক্তব্য পাকিস্তানের মুখে হাসি এনে দিয়েছে...আপনারা যদি মোদী ও সেনার পাশে দাঁড়াতে না পারেন, তাহলে অন্তত চুপ থাকুন।’’
বিজেপি সভাপতি আরও বলেছেন, ‘‘আমরাও বিরোধী নেতা ছিলাম। তখনও জাতীয় নিরাপত্তা ইস্যু ছিল। আমরা কিন্তু সরকারের পাশেই দাঁড়িয়েছিলাম। ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর দিকে আঙুল তুলে কেন রাজনীতিতে নিজেদের নীচে নামাচ্ছেন? নির্বাচনে লড়তে আসুন...কিন্তু আপনারা জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত যাঁরা, তাঁদের উপর সন্দেহ প্রকাশ করছেন...এতটা নীচে নামতে পারব না আমরা।’’
বিরোধী জোটকে কটাক্ষ করে শাহ বলেন, ‘‘ওরা নির্বাচনের অ্যাজেন্ডা ঠিক করেছেন। কিন্তু কে ওদের নেতা? ওদের মতাদর্শ কী? নীতি কী?...পাকিস্তানকে কড়া জবাব কে দেবে? বদলা নেওয়ার ক্ষমতা রয়েছে?’’