পাঞ্জাবের পর কী এবার ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বদল করবে কংগ্রেস? আপাতত এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। কুর্সি নিয়ে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও-র মধ্যে তীব্র টানাপোড়েন। তার মধ্যেই রাজ্যের বড় সংখ্যার বিধায়ক দল দিল্লিতে পৌঁছেছেন। ফলে নেতৃত্ব বদলের বিষয়টি জোর জল্পনায় রয়েছে।
তবে, কোনও কংগ্রেসের কোনও বিধায়কই মুখ্যমন্ত্রী বদলের বিষয়টি মানেননি। তাঁদের দাবি, অধিকারঁ বিধায়কই বাঘেলের নেতৃত্বে খুশি। সম্প্রতি রাহুল গান্ধী ছত্তিশগড় সফরে যেতে পারেন। তাঁর সফরের সময়সীমা দীর্ঘায়িত করার অনুরোধ নিয়েই রাজধানীতে এসেছেন কংগ্রেস বিধায়করা। দলের তরফে ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত পিএম পুনিয়ার মাধ্যমে রাহুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন বিধায়করা।
দিল্লিতে রয়েছেন রামানুগঞ্জের কংগ্রেস বিধায়ক বৃহস্পত সিং। মুখ্যমন্ত্রী শিবিরের ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত। তিনি বলেছেন, '১৫-১৬ জন বিধায়ক দিল্লিতে পৌঁছেছেন। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তঁর সশপরের সময় বাড়ানোর আবেদন করা হবে। এই দাবি পিএল পুনিয়াকেও জানিয়েছি। আলোচনা হবে। এই সফরকে অন্যকোনওভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই।'
ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা নিয়ে বৃহস্পত সিং বলেন, '৯০ আসনের বিধায়সভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭০। এর মধ্যে ৬০ জনের বেশি বিধায়ক বাঘেলের সমর্থনে গতবার মুখ খুলেছিলেন। ফলে নেতৃত্ব বদলের কোনও প্রশ্নই নেই।'
মুখ্যমন্ত্রতিত্বের পদ নিয়ে কয়েক মাস আগেই ছত্তিশগড়ে কংগ্রেসের অভ্যন্তরে ডামাডোল প্রকট হয়েছিল। ভূপেশ বাঘেলর বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অভইযোগ তোলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে ইচ্ছুক টিএস সিং দেও দাবি করেছিলেন যে, হাইকমান্ডের সামনেই কথা হয়েছিল যে আড়াই বছর বাদে মুখ্যমন্ত্রী বদল হবে। বাঘেল সরে যাবেন। কিন্তু কথা অনুযায়ী কাজ হচ্ছে না। এমনকী বাঘেল ঘনিষ্ঠ বৃহস্পত সিং টিএস সিং দেও-র বিরুদ্ধে সোচ্চার হয়ে তাঁর প্রাণ সংশয়ের অভিযোগ তোলেন।
দলের অন্দরের টানাপোড়েন দেখেই দিল্লিতে এই দুই নেতাকেই তলব করে হাইকমান্ড। পরে এই নিয়ে কোনও পক্ষই আর মুখ খোলেনি।
বৃহস্পত সিংও তাঁর অভিযোগ প্রত্যাহার করেছেন। বর্তমানে তাঁর দাবি, 'এরকম কোনও বিরোধ নেই। উভয় একই মঞ্চে গিয়েছেন, মিষ্টিমুখও করেছেন। ছত্তিশগড়ের অবস্থা পাঞ্জাবের মত নয়। হাইকমান্ড শুধু একজন নেতাকে খুশি করার জন্য পুরো সরকারকেই ঝুঁকিতে ফেলতে চাইবে না।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন