scorecardresearch

ফের ওয়েইসি ‘টার্গেট’, রাতের অন্ধকারে ভয়াবহ হামলা বাড়িতে! নিন্দার ঝড় দেশজুড়ে

এই নিয়ে আসাদুদ্দিন ওয়াইসি বাড়িতে চতুর্থ হামলার ঘটনা সামনে এসেছে।

owaisi,delhi residence,attacked,stone pelted,aimim chief,owaisi house attacked

‘আসাদুদ্দিন ওয়েইসি হামলার সময় বাড়িতে ছিলেন না’! প্রাথমিক তদন্তের পর সামনে এল দিল্লি পুলিশের প্রথম বিবৃতি। রবিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি গভীর সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির বাড়িতে পাথর ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পরে ওয়েইসি অভিযোগ করেন, অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী দিল্লিতে তাঁর বাসভবনে পাথর ছুড়ে মারে। এরপরই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। এখন দিল্লি পুলিশ এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে।

দিল্লি পুলিশের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লিতে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির বাসভবনে হামলার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার সময় ওয়েইসি তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন না। তার বাসভবনের পিছনের প্রবেশপথে এবং পার্কিং লটে মিলেছে একটি ইট-পাথর। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, কখন এই পাথর ছোঁড়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কাছাকাছি লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্ক্যান করছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্র আরও বলছে, এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখা যায়নি। মানুষ নাকি বাঁনর পাথর ছুঁড়ে মেরেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি অভিযোগ করেন, ‘কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী দিল্লিতে আমার বাসভবনে পাথর ছুঁড়ে মেরেছে’। তিনি বলেন, ‘গতকাল রাত ১১.৩০ মিনিটে বাড়ি ফিরে দেখি জানালার কাচ ভেঙে পড়ে আছে। চারদিকে পাথর পড়ে আছে। আমার বাড়িতে থাকা কাজের লোক জানান, বিকেল সাড়ে ৫টা নাগাদ একদল দুর্বৃত্ত বাড়িতে পাথর ছুঁড়ে মারে। এই নিয়ে এটা আমার বাড়িতে চতুর্থ হামলার ঘটনা। আমার বাড়ির আশেপাশে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ অনায়াসেই দোষীদের খুঁজে বের করতে পারে। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি’। ঘটনার পর অতিরিক্ত ডিসিপির নেতৃত্বে দিল্লি পুলিশের একটি দল ওয়াইসির বাড়ি ঘুরে দেখেন। বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Owaisis delhi home attacked by miscreants aimim chief says 4th time since 2014