scorecardresearch

‘গোটা দেশে নরেন্দ্র মোদির বিরুদ্ধে শুধু কংগ্রেস লড়ছে’, মমতাকে পাল্টা চিদম্বরমের

Mamata Banerjee: বাংলার চোখ দিয়ে গোটা ভারতকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই সুর চড়ান প্রাক্তন অর্থমন্ত্রী।

Fuel Price, P Chidambaram, Modi Government
চিদাম্বরম ফাইল ছবি।

Mamata Banerjee:  গোয়া থেকে কালী পুজোর উদ্বোধন, লাগাতার ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস। এবার বাংলার মুখ্যমন্ত্রীকে পাল্টা দিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। বাংলার চোখ দিয়ে গোটা ভারতকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই সুর চড়ান প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর দাবি, ‘গোটা দেশে বিজেপি তথা মোদির সঙ্গে একমাত্র কংগ্রেস লড়ছে।‘

তিনি বলেন, ‘দেশের একাধিক রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে। হ্যাঁ দেশজুড়ে একাধিক রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে। আমি কখনই বাংলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বকে ছোট করবো না। কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, কেরালা, কর্নাটক এবং অসমে নরেন্দ্র মোদির সঙ্গে কে লড়ছে? একমাত্র কংগ্রেস। উনি বাংলার চোখ দিয়ে গোটা ভারতকে দেখছেন।‘  

ইতিমধ্যে আগামি বছর গোয়ার ভোটের জন্য চিদাম্বরমকে পর্যবেক্ষক নিয়োগ করেছে হাইককমান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক গোয়া সফরে কংগ্রেস প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। সেই অভিব্যাক্তির জবাব এদিন প্রাক্তন অর্থমন্ত্রী দিলেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এদিনও তৃণমূল নেত্রীর কংগ্রেসকে আক্রমণের পালা অব্যাহত। গোয়ার পর কলকাতার কালীপুজো উদ্ধোধনের মঞ্চ থেকেও দেশের প্রাচনীতম রাজনৈতিক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, ‘কংগ্রেসের বর্তমান নেতৃত্ব বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে।’ হাত শিবিরের নেতৃত্বের কাছে তাঁর পরামর্শ, ‘অন্যদের দোষারোপ না করে বিজেপির বিরুদ্ধে লড়তে হয় নিজেদের ঘর পোক্ত করুন, না হলে যাদের লড়াইয়ের ক্ষমতা ও ইচ্ছা রয়েছে তাদের জায়গা ছেড়ে দিন।’

শনিবার গোয়ায় তৃণমূল সুপ্রিমো কংগ্রেসকে নিশানা করেছিলেন। বলেছিলেন যে, ‘কংগ্রেস সংঝোতা করে।’ সেই রেশই বজায় রাখলেন সোমবারের আক্রমণে। বললেন, ‘কংগ্রেসের বর্তমানে নেতৃত্ব উপরে উপরে বিজেপির বিরোধিতা করবে আর মাঝখানে সমঝোতা করবে। তাই এদের উপর কোনওভাবেই নির্ভর করা যাবে না। আমি বিজেপিকে জায়গা ছেড়ে দিতে পারি না। তাই আমাদেরই দেশের সর্বত্র যেতে হচ্ছে।’

কেন ‘সমঝোতা’ আক্রমণ? এর ব্যাখ্যাও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমি যখন গোয়ায় তখন কংগ্রেসের এক সর্বভারতীয় নেতা ওি রাজ্যে গেলে। কিন্তু, তাঁর কোনও পোস্টার ছেঁড়া হল না, গোর্ডিংয়ে রং লাগানো হল না, এমনকী রাস্তায় গো-ব্যাক স্লোগানও কেউ দিলো না। আর আমার ছবি দেওয়া পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হল, কালো কালী দেওয়া হল। রাস্তা আটকে বললো গো-ব্যাক।’

ভবানীপুর উপনির্বাচন ছাড়া বাংলার সব ভোটেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। দলের বঙ্গ নেতারা তীব্র বিঁধেছেন তৃণমূলকে। জোটের আবহে যা বড় ইস্যু। এই বিষয়টি তুলেও এ দিন হাত শিবিরকে কড়া কথা শুনিয়েছেন মমতা, কার্যত প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বিজেপি বিরোধী জোটের স্বদিচ্ছা নিয়ে। মমতা বলেন, ‘ওরা বাংলায় সর্বত্র আমাদের বিরুদ্ধে লড়াই করবে। আর ভাববে অন্যত্র আমি ওদের সহযোগিতা করব। এটা হতে পারে না। মানুষের রায়ে আমরা এখন সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এসেছি। আমরাও কংগ্রেস করতাম। কিন্তু ছেড়ে দিয়েছিলাম। কংগ্রেস আমাদের সঙ্গেও প্রতারণা করেছে।’   

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: P chidamabarm reiterates mamata banerjee over latters remarks against congress national