Advertisment

'তৃণমূলের দালাল', কংগ্রেসপন্থী আইনজীবীদের প্রবল বিক্ষোভের মুখে খোদ চিদম্বরম

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মামলা দায়ের করেছিলেন। সেই মামলারই শুনানিতেই এদিন রাজ্য সরকারের হয়ে হাইকোর্টে সওয়াল করেন পি চিদম্বরম।

author-image
IE Bangla Web Desk
New Update
p chidambaram faces protests from pro-Congress lawyers at calcutta high court

পি চিদাম্বরের সামনে বিক্ষোভ কৌস্তুভ বাগচী সহ কংগ্রেসপন্থী আইনজীবীদের। ছবি- পার্থ পাল

রাজ্য সরকারের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন পি চিদাম্বরম। কংগ্রসেপন্থী একাংশের আইনজীবীরা চিদাম্বরমের বিরুদ্ধে সরব হন। তাঁকে 'তৃণমূলের দালাল' এবং 'চরিত্রহীন' বলে তোপ দাগেন।

Advertisment

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মামলা দায়ের করেছিলেন। সেই মামলারই শুনানি ছিল এদিন। সেই মামলা রাজ্য সরকারের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করেন পি চিদম্বরম।

শুনানির পর, কলকাতা হাইকোর্টের সামনে পি চিদাম্বরমকে দেখেই স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। কার্যত চিদাম্বরমকে ঘিরে ধরেন কৌস্তভ ও অন্যান্যরা। বর্ষীয়ান আইনজীবী চিদম্বরমের উদ্দেশে তাঁদের বলতে শোনা যায়, 'আপনি মমতা ব্যানার্জীর দালাল। এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর আপনি মানুষের টাকা নিয়ে রাজ্য সরকারের দালালি করতে এসেছেন।' পাশাপাশি ওঠে 'গো ব্যাক' স্লোগান।

কেন এই বিক্ষোভ? আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, 'আমরা কংগ্রেস কর্মীরা তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রক্ত জল করে, প্রাণ দিয়ে লড়ছি। সরকার কোটি কোটি টাকার দুর্নীতি করছে। অধিরদা মামলা করেছে। আর তাতেই রাজ্যের হয়ে লড়ছেন পি চিদাম্বরম। ওনাকে দেখেই তো কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে যাবে। তাই এ দিন বিক্ষোভ দেখিয়েছি। আবার লড়লে আবার দেখাব। অধীরদাকে বলেছি যে, বাংলায় কংগ্রেসের কোনও সভায় চিদাম্বরমকে ডাকা যেন না হয়। পেশাগত দায়বদ্ধতা দেখাতে গিয়ে উনি দলটার মনোবল শেষ করছেন। এদের কোনও চরিত্র নেই।'

P Chidambaram Calcutta High Court CONGRESS
Advertisment