New Update
Advertisment
দিল্লিতে ধরাশায়ী কংগ্রেস। কিন্তু, বিজেপির প্রতাপ রুখে আম আদমি পার্টির জয়কেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হাত শিবিরের নেতারা। দিল্লির ফলাফল বিহার, বাংলা ও উত্তরপ্রদেশের ভোটারদের সামনে মডেল হওয়া উচিত বলে মনে করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদাম্বরম। তাঁর মতে, কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ-কে ভোট দিয়ে দিল্লিবাসী বিজেপির মেরুকরণ ও বিভাজনের রাজনীতির ভয়ঙ্কর উদ্দশ্য নস্যাৎ করেছে।
এদিন টুইটে চিদাম্বরম লেখেন, 'আপ জিতেছে। মিথ্যা ও ধাপ্পাবাজ হেরেছে। ভারতের নানা প্রান্ত থেকে আসা দিল্লির ভোটাররা বিজেপির মেরুকরণ ও বিভাজনের রাজনীতির ভয়ঙ্কর উদ্দশ্যকে পরাজিত করেছেন। ২০২১ ও ২২-শে যেসব রাজ্যে ভোট রয়েছে তাদের জন্য উদাহরণ খাড়া করেছেন দিল্লির ভোটাররা। আমি তাঁদের কুর্নিশ জানাই।'
AAP won, bluff and bluster lost. The people of Delhi, who are from all parts of India, have defeated the polarising, divisive and dangerous agenda of the BJP
I salute the people of Delhi who have set an example to other states that will hold their elections in 2021 and 2022
— P. Chidambaram (@PChidambaram_IN) February 11, 2020
আরও পড়ুন: ‘হনুমানজির কৃপায় জিতেছি, স্ত্রীর জন্মদিনে কেক খেলাম, আপনাদেরও খাওয়াব’
গতবারে মত এবারও রাজধানীতে খাতা খুলতে ব্যর্থ কংগ্রেস। ভোটে ব্যর্থতার দায়ে নিজের কাঁধে নিয়েছেন দিল্লির কংগ্রেস প্রধান সুভা, চোপড়া। তিনি বলেন, 'আপ ও বিজেপি মেরুকরণের রাজনীতির জন্যই এবারের ভোট আমাদের ভোটের শতাংশ কমেছে বলে মনে হয়। তবে সম্পূর্ণ ফলাফল প্রকাশ পেলে আমরা পর্যালোচনা করব।' মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ বলেছেন, 'আমাদের ভাল ফল হবে না জানতাম। কিন্তু এত প্রতিশ্রুতির পর বিজেপির কী হল?' লোকসভার কংগ্রেস নেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর কথায়, 'আপ যে ক্ষমতায় ফিরবে তা স্পষ্টই বোঝা গিয়েছিল। কংগ্রেসের পরাজয় ভাল বার্তা নয়। তবে, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আম আদমি পার্টির জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
Read the fulls story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন