Advertisment

West Bengal Panchayat Election Result 2018: প্রত্যাশিতভাবেই বিপুল জয়ের পথে তৃণমূল কংগ্রেস

West Bengal Panchayat Election Result 2018 Live: চলছে ভোটগণনা, ফলাফল সম্পূর্ণ প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনও বিজয় মিছিল নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc, panchayat vote

লোকসভায় কি টিকিট মিলবে? প্রশ্ন তৃণমূলের অন্দরে। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

West Bengal Panchayat Election Result 2018 Live:  পঞ্চায়েত ভোটে গণনা যত এগোচ্ছে, তৃণমূলের আসন সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। তবে এ ভোটে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাম দলকেও পিছনে ফেলে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এল বিজেপি, যদিও তৃণমূলের তুলনায় তাদের আসন সংখ্যা নগন্যই বলা যায়। ভোটগণনার দিনও শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল।

Advertisment

ভোটগণনা নিরপেক্ষ ভাবে করার জন্য প্রতিটি গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সর্বাধিক তিনটি করে রাউন্ড গণনা হচ্ছে। গণনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কোনও বিজয় মিছিল বের করা যাবে না বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তবুও ইতিমধ্যেই তৃণমূলের বেশ কয়েকজন সমর্থকের আবির মাখা উল্লসিত ছবি বহু এলাকায় চোখে পড়েছে।

এবারের ভোটে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা পুনর্নির্বাচিত হলেও, সেই কেন্দ্র গুলি নিয়ে শীর্ষ আদালত ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে।

West Bengal Panchayat Election Result 2018: Follow LIVE UPDATES here in ENGLISH

8.05 PM- মাওবাদীদের সঙ্গে জোট করেছে বিজেপি ও সিপিএম, অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী এলাকায় ভাল ফল করেছে বিজেপি, ভিন রাজ্য ও বাংলাদেশ থেকে আসা অর্থ ও লোকবলের দৌলতে, স্পষ্ট ভাষায় বললেন তৃণমূল নেত্রী।

6.53 PM- ৬২১টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূলের দখলে ৩৫১টি

সূত্রের খবর অনুযায়ী, মোট ৬২১টি জেলা পরিষদ আসনের মধ্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে ৩৫১টি আসন, বিজেপি, বাম এবং কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৯টি, ২টি এবং ৪টি জেলা পরিষদ। প্রসঙ্গত, মোট ৬১২৩টি পঞ্চায়েত সমিতি সিটের মধ্যে তৃণমূল পেল ২৫৪৩টি এবং বিজেপি ১৬২টি। বাম এবং কংগ্রেসের ঝুলিতে গেছে ৭৯ এবং ৬৭টি পঞ্চায়েত সমিতি।

6.42 PM- মুর্শিদাবাদ এবং মালদা ছাড়া বাকী সমস্ত জেলাতে বিজেপিই তৃণমূলের মুখ্য প্রতিদ্বন্দ্বী

মুর্শিদাবাদ এবং মালদা বাদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তৃণমূল কংগ্রেসের মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে এবার উঠে এল বিজেপির নাম। উল্লেখ্য, মুর্শিদাবাদ এবং মালদা দুটি জেলাতেই কংগ্রেসের একাধিপত্য রয়েছে। মুর্শিদাবাদে তৃণমূলের দখলে গেছে ৪৬৬টি আসন এবং কংগ্রেস পেয়েছে ৮৩টি আসন। ঐ জেলায় সিপিএম এবং বিজেপির আসনসংখ্যা যথাক্রমে ৪৮ এবং ২৪।

6.32 PM- মোট ৩১৮৩৬টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ইতিমধ্যেই এসেছে ২৯৬৩৪টি । অর্থাৎ মোট আসনের মধ্যে শতকরা ৮৯ভাগ আসনই এখন তৃণমূলের দখলে। বিজেপির দখলে রয়েছে মোট আসনের শতকরা ৬.৮৫ ভাগ আসন এবং কংগ্রেস ও বাম জোটের দখলে রইল ১.০৬ শতাংশ আসন।

5.21 PM- গণনাকেন্দ্রের মধ্যে ছাপ্পাভোটের অভিযোগ বিজেপির।

5.16 PM- ‘‘বহু জয়ী প্রার্থীদের শংসাপত্র দেওয়ার বদলে মারধর করে বের করে দেওয়া হয়েছে’’, অভিযোগ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।

5.04 PM- ভোটের ফল ট্যুইট করা হল তৃণমূল সমর্থকদের ট্যুইটার অ্যাকাউন্টে।

5.00 PM- এখনও পর্যন্ত জেলা পরিষদের ভোটে তৃণমূল জিতেছে ২০টি আসনে, এগিয়ে ২৩৯টিতে। কোনও বিরোধী দলই এখনও জেলা পরিষদ নির্বাচনে খাতা খুলতে পারেনি।

4.35 PM- ‘‘হিংসার ঘটনা কমিশনকে জানানো হয়েছে, তবুও তাঁরা এমন ভান করছেন যেন, কানে শুনতে পান না’’, মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। সুষ্ঠু ও অবাধ ভোট হলে মানুষ তৃণমূলের বিরুদ্ধেই ভোট দিত বলেও এদিন দাবি করেন শমীক।

4.16 PM- পঞ্চায়েত ভোটে জয়ের আনন্দে আবির নিয়ে মাতোয়ারা তৃণমূল সমর্থকরা, ছবিগুলো তুলেছেন- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

West Bengal Panchayat Election Result 2018 Live:

West Bengal Panchayat Election Result 2018 Live:

West Bengal Panchayat Election Result 2018 Live:

4.08 PM- ‘‘মানুষ আমাদের সঙ্গেই রয়েছে’’, আইএএনএস-কে বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

3.44 PM- কলকাতায় সিপিএমের বিক্ষোভে আটক সুজন চক্রবর্তী।

West Bengal Panchayat Election Result 2018 Live

West Bengal Panchayat Election Result 2018 Live

3.31 PM-

West Bengal Panchayat Election Result 2018 Live ব্যারাকপুর ১ ব্লকে তৃণমূল কর্মীদের উল্লাস।

3.29 PM- ‘‘তৃণমূল প্রার্থীর থেকে ২২০ ভোটে এগিয়ে ছিলাম আমি। তারপর হঠাৎ তৃণমূলের কয়েকজন গুণ্ডা আমাকে মারধর করে গণনাকেন্দ্রের বাইরে টেনে আনে। ওই সময়, ছাপ্পা ভোট দেওয়া হয়।’’ নদিয়ার ১০১নং বুথে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ নির্দল প্রার্থী নীলাদ্রি সুকুলের।

3.21 PM-

mamata banerjee, West Bengal Panchayat Election Result 2018 Live বৃহস্পতিবার কালীঘাটে বাড়ির সামনে গাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি -শশী ঘোষ, আই ই বাংলা।

3.00 PM- দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জয়ী আরাবুল ইসলামের ছেলে হাকিমুল।

2.53 PM- কলকাতায় সিপিএমের বিক্ষোভ

2.26 PM- বীরভূমে একটি গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ,  লাঠিচার্জ পুলিশের, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

2.24 PM-  রাজারহাটে তৃণমূলের জয়ে সবুজ আবির মেখে উল্লাস সমর্থকদের

West Bengal Panchayat Election Result 2018 Live

West Bengal Panchayat Election Result 2018 Live

West Bengal Panchayat Election Result 2018 Live

2.16 PM- কাকদ্বীপে নিহত দুই দলীয় কর্মীর দেহ পরিজনদের হাতে তুলে না দেওয়ার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সিপিএমের, আটক সুজন চক্রবর্তী।

2.02 PM- ‘‘এই জয় প্রমাণ করল যে, ভাঙড়ের মানুষ পাওয়ার গ্রিড চায় না’’, ভাঙড়ে জমি, জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষাকমিটির ৫ প্রার্থীর জয় প্রসঙ্গে বললেন সিপিআই(এম-এল) রেডস্টার নেতা অলীক চক্রবর্তী।

1.31 PM- হাওড়ার উলুবেড়িয়ায় জয়ের আনন্দে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা।

West Bengal Panchayat Election Result 2018 Live হাওড়ার উলুবেড়িয়ায় জয়ের আনন্দে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা।

12.59 PM- উত্তর ২৪ পরগনায় উৎসবের মেজাজে তৃণমূল কর্মীরা।

12.38 PM- জয়ের উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা।

12.35 PM- ভাঙড়ে জয়ী তৃণমূলের আরাবুল ইসলাম, নির্দল প্রার্থীকে খুনের ঘটনায় বর্তমানে জেলে রয়েছেন আরাবুল ইসলাম। বীরভূমে জয়ী দুধকুমার মণ্ডল।

12.30 PM- ভাঙড়ের পোলেরহাট ২নং গ্রাম পঞ্চায়েতে জয়ী জমি, জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষাকমিটির ৫ প্রার্থী।

12.26 PM- পশ্চিম মেদিনীপুরের ধনেশ্বরপুর এলাকায় ভোটগণনার প্রক্রিয়ায় গোলমালের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, সূত্রের খবর।

11.49 AM- সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের ধনেশ্বরপুর এলাকায় ভোটগণনায় বাধা তৃণমূল কর্মীদের।

11.41 AM- গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত তৃণমূল -৪,৬০৩, বিজেপি- ৪৪০, বাম- ১৭১, কংগ্রেস- ৫৪, অন্যরা-১৪৬

11.16 AM- ব্যারাকপুর ১ ব্লকের পানপুর এলাকায় আবির খেলায় মাতলেন তৃণমূল সমর্থকরা।

West Bengal Panchayat Election Result 2018 Live ব্যারাকপুর ১ ব্লকের পানপুর এলাকায় আবির খেলায় মাতলেন তৃণমূল সমর্থকরা।

11.06 AM- গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত তৃণমূল- ৪,৫০৯, বিজেপি-৩৬১, বাম-২৮১, কংগ্রেস-১৩৭, অন্যরা-৫১টি

10.48 AM- পূর্ব বর্ধমানে গলসি মহাবিদ্যালয়ে চলছে ভোট গণনা

West Bengal Panchayat Election Result 2018 Live পূর্ব বর্ধমানে গলসি মহাবিদ্যালয়ে চলছে ভোট গণনা।

10.46 AM- গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত তৃণমূল জয়ী ১৬১৩টি আসনে, বিজেপি জয়ী ১৭৯টি আসনে, কংগ্রেস জয়ী ৪২টি আসনে ও বামেরা জয়ী ১১২টি আসনে।

10.30 AM- উত্তর ২৪ পরগনায় ১২৯টি আসনে জয়ী তৃণমূল, বাঁকুড়ায় একটি আসনে জয়ী বিজেপি, সূত্রের খবর।

10.27 AM- সূত্রের খবর অনুযায়ী পুরুলিয়ার ৩২টি  পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল।

10.25 AM- পিংলার জলচক ও ধনেশ্বরপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে, সূত্রের খবর।

10.21 AM- জলপাইগুড়ির একটি গণনাকেন্দ্র থেকে বাজেয়াপ্ত ৪০টি মোবাইল ফোন, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

10.06 AM- পুরুলিয়ায় এগিয়ে তৃণমূল, সূত্রের খবর।

10.04 AM- ভাঙড়ে  ৫টি আসনে এগিয়ে জমি রক্ষা কমিটি, সূত্রের খবর।

9.39 AM- উত্তর ২৪ পরগনার একটি গণনাকেন্দ্রের ছবি

9.32 AM- কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহে ভোটগণনা শুরু, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

9.27 AM- কোচবিহারে একটি গণনাকেন্দ্রের ছবি।

8.49 AM- পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে দ্বিতীয় দফায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

8.34 AM- উত্তর ২৪ পরগনার একটি গণনাকেন্দ্রে ভোটগণনায় দেরি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

8.29 AM- বুধবার রাজ্যের ১৯টি জেলায় ৫৭২টি বুথে পুনর্নির্বাচন হয়।

8.18 AM- এবারের পঞ্চায়েত ভোটে হিংসায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল পুনর্নির্বাচনের দিনেও রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি ছড়ায়।

7.42 AM-

panchayat election পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকে সোমনাথ চট্টোপাধ্যায়, কৌশিক সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিকাশরঞ্জন ভট্টাচার্য। ছবি- শুভম দত্ত, ইন্ডিয়ান এক্সপ্রেস।

7.39 AM- আর কিছুক্ষণ পরেই শুরু ভোটগণনা

গ্রাম বাংলা দখলে মরিয়া শাসকদল, অন্যদিকে পঞ্চায়েত ভোটে শাসকশিবিরকে টেক্কা দিতে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী শিবির। রাজ্যের প্রধান বিরোধী মুখ হয়ে ওঠার লড়াইয়ে এবারের পঞ্চায়েত ভোট বিজেপির কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের কোথাও কোথাও সিপিএম-বিজেপি জোটেরও আভাস মিলেছে ভোটের আগে।

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ভোটে হিংসায় নিহত ১২, বিভিন্ন এলাকায় অশান্তি, বুথ দখল!

CONGRESS panchayat election Cpm bjp tmc Mamata Banerjee
Advertisment