আগামী পঞ্চায়েত ভোটে বিজেপির জেলা পরিষদ প্রার্থীদের ভোট দিলে যুবকদের স্মার্টফোন দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়, এই মর্মে রবিবার একটি এফআইআর দায়ের করল তৃণমুল কংগ্রেস। পাশাপাশি তাঁরা মুকুল রায়ের নামে অভিযোগ দায়ের করেছেন রাজ্য নির্বাচন কমিশনের কাছেও।
জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গায় একটি জনসমাবেশে মুকুল রায় শনিবার বলেন, "আমাদের প্রার্থীদের ভোট দিলে জেলা পরিষদ চালাবে যোগ্য লোকেরা। আমরা জেলা পরিষদ ভোটে জিতলে প্রতিটি ভোটারকে একটি করে স্মার্টফোন দেব। এই স্মার্টফোনটি দেবার মুখ্য কারণ আমাদের দল পরিচালিত কেন্দ্রীয় সরকার এদেশে ক্যাশলেস বিনিয়োগকেই ভবিষ্যত মনে করে।"
আরও পড়ুন: মহেশতলা বিধানসভা উপনির্বাচনে একজোট সিপিএম-কংগ্রেস: চতুর্মুখী লড়াইয়ে ভালো ফল করছে বিজেপি
এপ্রসঙ্গে সেই জেলার তৃণমুল জেলা পরিষদ প্রার্থী বিধান চন্দ্র রায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কোতওয়ালী পুলিশ থানায়।
সেই থানার পুলিস অফিসাররা জানিয়েছেন এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশন জলপাইগুড়ি জেলার মুখ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে। "বিজেপির নেতা মুকুল রায়ের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি," বলেন সেই থানার একজন পুলিস অফিসার।
এপ্রসঙ্গে মুকুল রায়ের কোন অভিমত না পাওয়া গেলেও বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিংহ বলেন ভোটের আগে জনগনকে এধরনের প্রতিশ্রুতি তৃণমুলও দিয়ে থাকে। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপ্রাঙ্গিক বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট: ১৪ মে নির্বাচন ঘিরে জট, মঙ্গলে ফের শুনানি, হাইকোর্টে ধাক্কা কমিশনের
তৃণমুল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় বলেন, "এই ধরণের দাবী সরাসরি নির্বাচন বিধি ভঙ্গ করে। আমরা এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে এই বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করেছি।"
সংবাদ সংস্থা পিটিআইকে জলপাইগুড়ি জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী একটি সাক্ষাতকারে বলেন, "এভাবেই তাঁরা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন। আমরা এই বিষয়ে মুকুল রায়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছি।"