পঞ্চায়েত ভোটের আগে খানিকটা স্বস্তি পেল রাজ্য সরকার। একইসঙ্গে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শীর্ষ আদালতে গিয়ে হতাশ হল বিজেপি। রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র দাখিল ঘিরে জেলায় জেলায় অশান্তি ছড়িয়েছে। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলে বাধাসহ হামলার একগুচ্ছ অভিযোগ জানিয়েছে বিজেপি। মনোনয়নপত্র দাখিল সুনিশ্চিত করার পাশাপাশি অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব। সোমবার সেই মামলায় শীর্ষ আদালতের রায়ে অস্বস্তিতে পড়ল বিজেপি। রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনওভাবেই যে হস্তক্ষেপ করা হবে না, তা এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শাসকদলের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা রাজ্য নির্বাচন কমিশনে জানাতে হবে, এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এমনকি, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ বদলের প্রস্তাবও কার্যত খারিজ করে দিয়েছে আদালত। ফলে নির্ধারিত দিনেই ৩ দফায় রাজ্যে পঞ্চায়েত ভোট হবে।
পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপি-র করা মামলায় এ দিন বিচারপতি আর কে আগরওয়াল ও বিচারপতি এ এম সাপরের বেঞ্চ জানায়, ‘‘আমরা রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করব না। তবে সব প্রার্থীরা প্রয়োজনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে।’’
অন্যদিকে আজই পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগের পাশাপাশি মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোরও আর্জি জানিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করারও আর্জি জানিয়েছিলেন দিলীপ ঘোষরা। আবেদনকারীদের হয়ে আইনজীবী মুকুল রোহতগী বলেন যে, সমস্ত হিংসার ঘটনায় তৃণমূল কর্মীরা জড়িত। যেভাবে অশান্তি ছড়াচ্ছে তাতে পশ্চিমবঙ্গ উপদ্রুত রাজ্যে পরিণত হচ্ছে। আদালতে এ অভিযোগ অস্বীকার করে রাজ্যের আইনজীবী এ এম সিঙ্ঘভি বলেন, রাজ্যে যেহেতু বিজেপির উপস্থিতি প্রায় নেই, সেই কারণে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে তারা সর্বত্র গোলমাল পাকানোর চেষ্টা করছে।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: বিজেপি ও কংগ্রেসের আইনি হস্তক্ষেপে নয়া মোড়
একদিকে যেমন শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। অন্যদিকে একই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে প্রদেশ কংগ্রেস। যে মামলার প্রেক্ষিতে আগামী ১৬ এপ্রিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে অশান্তি এড়াতে পুলিশ সুপারদের তৎপর হতে নির্দেশ দিয়েছে আদালত।
রাজ্য জুড়ে যেভাবে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে তা রুখতে শনিবার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। সততার সঙ্গে কাজ করার পাশাপাশি অবাধ ভোট করতে পর্যবেক্ষকদের নির্দেশ দেন কমিশনার।