পঞ্চায়েত ভোট: ১৬ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি হাইকোর্টের

রাজ্যে পঞ্চায়েত ভোটে নয়া মোড়। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে ভোটের দিন পিছোতে পারে বলেও এদিন ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রাজ্যে পঞ্চায়েত ভোটে নয়া মোড়। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে ভোটের দিন পিছোতে পারে বলেও এদিন ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata highcourt

রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি

রাজ্যে পঞ্চায়েত ভোটে নয়া মোড়। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ১৬ এপ্রিলের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট জমা পরার পরই ফের শুনানি হবে হাইকোর্টে। প্রয়োজনে ভোটের দিন পিছোতে পারে বলেও এদিন ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisment

অন্যদিকে পঞ্চায়েত মামলায় অস্বস্তিতে পড়ল বিজেপি। তথ্য গোপনের অভিযোগে বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপি তথ্য গোপন করেছে বলে এর আগে অভিযোগ এনেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে পঞ্চায়েত ভোটপ্রক্রিয়ার স্থগিতাদেশ নিয়ে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি নেতৃত্ব। রাজ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় প্রহসন করেছিল বলে শাসকদলকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘‘হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি।’’ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনারকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না সরকার।’’ তৃণমূল সরকারের চাপেই রাজ্য নির্বাচন কমিশনারকে বিজ্ঞপ্তি বাতিল করতে হয় বলেও অভিযোগ করেন কৈলাস বিজয়বর্গীয়।

Advertisment

আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: বিজেপি, বামেদেরকে ফের হাইকোর্টে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের

শাসকদলের বিরুদ্ধে এদিন আরও একবার তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ শতাংশ আসনে জিততে চান, যেটা স্বৈরচারী মনোভাব।’’ ভোটে জিততেই বিরোধীদের উপর এভাবে হামলা করা হচ্ছে বলেও মন্তব্য করেন অধীর চোধুরী।

ধর্মতলায় বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘‘এরকম অগণতান্ত্রিক, ভয়ঙ্কর পরিবেশ আগে কখনও দেখিনি।’’রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশ ঘিরে হিংসার ঘটনায় আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও। এদিন দিলীপ বলেন, ‘‘সংবাদমাধ্যমকে ভয় দেখানো হচ্ছে।’’ বুধবার সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে কলকাতায় মিছিল করেন সাংবাদিকরা। সেই মিছিলকে ‘নৈতিক সমর্থন’ করছি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: শুক্রবার সাধারণ ধর্মঘট ডাকল বামেরা

এদিকে বুধবার আরও একবার বিরোধীদের অভিযোগ খারিজ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, এবার বিরোধীরা সবথেকে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে। পরিসংখ্যান হিসেবে পার্থ বলেন, ৭০ হাজার মনোনয়নপত্র জমা দিয়েছে বিরোধীরা।

অন্যদিকে পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে শুক্রবার পথে নামছে বামেরা। আগামিকাল রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ ধর্মঘট পালন করবে বলে জানানো হয়েছে।

panchayat vote election commission kolkata highcourt