পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র দাখিল ঘিরে রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত। পঞ্চায়েত ভোটের আগে এবার খুনোখুনিতে প্রাণ গেল এক ব্যক্তির। এই খুনের ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। বুধবার বাঁকুড়ার রানিবাঁধ এলাকায় ব্লক অফিসের সামনেই খুন হলেন অজিত মুর্মু নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। নিহত ব্যক্তি তাঁদের দলের হয়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র দাখিল করতে গিয়েছিলেন বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। যদিও অজিত মুর্মু আদপে কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন, তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব বিজেপি। ধারালো অস্ত্র দিয়ে অজিত মুর্মুকে তৃণমূলকর্মীরা খুন করেছেন বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ মণ্ডলের। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর অজিতের দিকে বোমা ছোড়া হয় বলেও জানিয়েছেন অভিজিত। ব্লক অফিসে মনোনয়নপত্র দাখিল করে বেরোনোর সময়ে অজিতের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা জানিয়েছেন, বুধবার সকাল ১০টা নাগাদ অজিত বাড়ি থেকে বেরোন। বিডিও অফিসের সামনে জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে অজিতের মৃত্যু হয় বলে জানিয়েছিন জেলার পুলিশ সুপার। খুনের ঘটনায় রানিবাঁধ থানায় পরিবারের তরফে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার নিহত অজিত মুর্মুর বাড়িতে যাওয়ার কথা বিজেপির প্রতিনিধি দলের। বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও সঞ্জয় সিংয়ের নেতৃত্বে তৈরি ওই প্রতিনিধি দল।
এদিকে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই শাসক-বিরোধী গোলমালে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে দলের প্রার্থীদের উপর আক্রমণের অভিযোগে সোচ্চার হয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। বুধবার উত্তর দিনাজপুরে তৃণমূলের বিরুদ্ধে গুলি ও বোমাবাজির অভিযোগ করেছে বিজেপি। মনোনয়নপত্র দাখিল সুনিশ্চিত করতে ও অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন দিলীপ ঘোষরা। অন্যদিকে বুধবারই বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে বিরোধীদের বিরুদ্ধে শাসানি দেওয়ার পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যে যেভাবে মনোনয়নপত্র দাখিল ঘিরে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে, তাতে উদ্বেগ বেড়েছে কমিশনের। গতকালই রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো সম্পর্কে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে।