পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূলের মুখে জয়ের হাসি ফুটল। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে বীরভূম জেলা পরিষদ দখল করল শাসকদল। ৪২টি আসনের মধ্যে ৪১টিতেই প্রার্থী দিয়েছে তৃণমূল। মাত্র একটি আসনে নাম রয়েছে বিরোধী প্রার্থীর। এই জয়কে উন্নয়নের জয় হিসেবেই দেখছেন অনুব্রত মণ্ডলরা। এ প্রসঙ্গে উন্নয়ন শব্দটি উচ্চারণ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। সোমবার সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সাধারণ মানুষ বুঝেছেন যে, তৃণমূল সরকার থাকলে উন্নয়ন হবে।
সোমবার ফের কেন্দ্রকে নিশানা করে পার্থ বলেন, ‘‘কেন্দ্রে জনস্বার্থ বিরোধী সরকার রয়েছে।’’ মমতা সরকার যে জনস্বার্থেই কাজ করে চলেছে সে কথাও বলেছেন তৃণমূল মহাসচিব। বিজেপিকে আক্রমণ করে পার্থ বলেন যে, অস্ত্র, ধর্ম, এসব করে বিভাজন তৈরির চেষ্টা চলছে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূলের অত্যাচারেই বিরোধীরা মনোননপত্র দাখিল করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। এদিনও বিরোধীদের সেই অভিযোগ কার্যত খারিজ করে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে পঞ্চায়েত ভোটে বিরোধীরা অত প্রার্থী দিতে পারেনি বলে এদিন মন্তব্য করেন পার্থ। তিনি বলেন যে, প্রার্থী না থাকায় সব জায়গায় বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, হতাশ বিজেপি
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার
এদিকে আজই সুপ্রিম কোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে করা মামলায় হতাশ হয়েছে বিজেপি নেতৃত্ব। রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনওরকম হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায় হতাশার সঙ্গে মেনে নিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শাসকদলের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, বিরোধীদের রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।
পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজই। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর যে আর্জি বিজেপি জানিয়েছিল, তাও খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনেও রাজ্যে বিক্ষিপ্ত ভাবে অশান্তি ছড়িয়েছে। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ বদলেরও যে আর্জি করেছিল বিজেপি, তাও ধোপে টেকেনি শীর্ষ আদালতে।
বিজেপির মতো একই ইস্যুতে আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেসও। কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে মামলা দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।