Advertisment

পঞ্চায়েত ভোট: মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ বাতিল কমিশনের

রাজ্যে পঞ্চায়েত ভোটে নয়া মোড়। নিজের সিদ্ধান্ত থেকে পিছু হঠল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর নির্দেশ বাতিল করে দিল রাজ্য নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
panchayat vote, election commission

পঞ্চায়েত ভোটে মনোনয়নের মেয়াদ বৃদ্ধির সময়সীমা বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্যে পঞ্চায়েত ভোটে নয়া মোড়। নিজের সিদ্ধান্ত থেকে পিছু হঠল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর নির্দেশ বাতিল করে দিল রাজ্য নির্বাচন কমিশন। সোমবারই পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র দাখিল ঘিরে রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। মনোনয়নপত্র দাখিল ঘিরে শাসক-বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। মনোনয়ন পর্বে অশান্তি নিয়ে বিরোধীদের লাগাতার প্রতিবাদ, বিক্ষোভের জেরে গতকালই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষদিন ধার্য করা হয় মঙ্গলবার। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যেত। কিন্তু মঙ্গলবার সকালেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন।

Advertisment

মঙ্গলবার সকালে নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার রাতে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি বাতিল করে কমিশন জানায় যে, মঙ্গলবার নতুন করে কোনও মনোনয়নপত্র জমা নেওয়া হবে না। আইনগত জটিলতাতেই মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি কমিশন প্রত্যাহার করেছে বলে জানা গেছে।

পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিজেপি। যে মামলায় গতকাল মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো নিয়ে কোনও কথা বলেনি শীর্ষ আদালত। ফলে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর নির্দেশ নিয়ে ধন্দে পড়ে যায় কমিশন। তাই শেষমেশ তড়িঘড়ি করে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি বাতিল করে কমিশন।

শাসকদলের চাপের মুখে বাধ্য হয়েই মনোনয়নপত্র দাখিলের মেয়াদবৃদ্ধির সময়সীমা কমিশন বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, ‘‘ওরা চাপ দিয়েছে, তাই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।’’

আরও পড়ুন, পঞ্চায়েত নির্বাচনঃ ভোটের আগেই তৃণমূল জিতল দুই জেলা, বিরোধীরা ক্ষুদ্ধ

আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, হতাশ বিজেপি

এদিকে  কমিশনের সোমবারের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র দাখিল নিয়ে প্রস্তুতি শুরু করেছিল বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের এই ভোলবদলে অনেকেই হতাশ।

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র দাখিল ঘিরে অশান্তি তৈরি হয়েছে। শাসকদলের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়ার অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বিরোধীরা। মনোনয়নপত্র দাখিল সুনিশ্চিত করতে ও অবাধ ভোটের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে যায় বিজেপি। এদিকে একই ইস্যুতে কলকাতা হাইকোর্টে যায় কংগ্রেসও। গতকালই বিজেপি-র করা মামলায় সুপ্রিম কোর্ট পঞ্চায়েত ভোট নিয়ে রায় দেয়। রাজ্যে পঞ্চায়েত ভোটে যে কোনও হস্তক্ষেপ করা হবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তবে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর ব্যাপারে সেভাবে স্পষ্ট করে কিছু জানায়নি শীর্ষ আদালত। অভিযোগ থাকলে প্রার্থীদের রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

panchayat vote tmc bjp
Advertisment