পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের দিনই হিংসায় নিহতদের সাহায্য করার ব্যাপারে আশ্বাসবাণী মিলেছিল মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এবার রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হলো। সোমবার পঞ্চায়েত ভোটের দিন হিংসার জেরে যে ১৪ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিজনদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে শুক্রবার সরকারি সূত্রে জানা গেছে।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: প্রধানমন্ত্রীর মন্তব্য অপ্রত্যাশিত, বললেন মমতা
অন্যদিকে, নিহত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারের পাশে থাকারও বার্তা দিলেন রাজ্য সরকার। ওই প্রিসাইডিং অফিসারের স্ত্রীকে চাকরি দেওয়া হবে বলে শুক্রবার এক সরকারি কর্তা জানিয়েছেন। শুধু তাই নয়, নিহত প্রিসাইডিং অফিসারের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে বলেও জানা গেছে। রাহতপুর হাই মাদ্রাসার শিক্ষক ৪২ বছর বয়সী রাজকুমার রায় উত্তর দিনাজপুরের ইটাহারের একটি পোলিং বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন। ভোটের দিন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান রাজকুমার। পরে সোনাডাঙি এলাকায় রেললাইনে তাঁর দেহ উদ্ধার করা হয়। রাজকুমারকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনা সামনে আসার পরই শোরগোল পড়ে যায় রাজ্যে।
আরও পড়ুন, ২০১৮ র পঞ্চায়েত ভোট- আপনার এখনও অজানা ৫ তথ্য
এর আগে পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে ব্যাপক অশান্তি ছড়ায় রাজ্যে। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বারবার সরব হয় বিরোধীরা। যার জেরে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিকবার মামলা হয় পঞ্চায়েত ভোট নিয়ে। গত সোমবার রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোট হয়। ওইদিনও রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ায়। বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ করা হয়। যে আসনগুলিতে ভোট হয়েছিল, সেগুলিতে বিরোধীদের যোজন দূরে পিছনে ফেলে জয়ের মুখ দেখেছে ঘাসফুল। অন্যদিকে, শাসকদলের থেকে অনেক পিছিয়ে থেকেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি।