রাজ্যে পঞ্চায়েত ভোটের ভাগ্যে কোন দিকে, তা আর কিছুসময় পরে জানতে পারবে রাজ্যবাসী। বিকেল সাড়ে ৪টায় পঞ্চায়েত ভোট নিয়ে রায় দেবে ডিভিশন বেঞ্চ। সবার নজর যখন সেদিকে, ঠিক তখনই কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের শুনানি পিছোল। আগামিকাল দুপুর ২টো পর্যন্ত সিঙ্গল বেঞ্চের শুনানি পিছনো হল।
রাজ্যে পঞ্চায়েত ভোটপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। সোমবারই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। বিকেল সাড়ে ৪টা নাগাদ এ মামলার রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চে মামলা চলার জেরেই সিঙ্গল বেঞ্চের শুনানি পিছোল বলে জানা গেছে।
আরও পড়ুন,পঞ্চায়েত নির্বাচনঃ আজ শুনানি কলকাতা হাইকোর্টে
অন্যদিকে পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে ও অবাধ ভোটের দাবিতে সোমবারও পথে নামে বামেরা। কলকাতায় মিছিলে হাঁটেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। যখন মিছিল করছে বামেরা, ঠিক তখনই একই ইস্যুতে সরব কংগ্রেসও। রানি রাসমনি অ্যাভিনিউতে অনশনে বসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
আরও পড়ুন,২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপি: সুনীল দেওধর
ক’দিন আগেই রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে সরব হয়ে ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছিল বামেরা। যদিও তাদের সেই ধর্মঘটে সেভাবে সাড়া মেলেনি।
রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র পেশ ঘিরে হিংসা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের বিদ্বজ্জনরা। দফায় দফায় সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশে হিংসার ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বিদ্বজ্জনরা।