রাজ্যে পঞ্চায়েত ভোটে নয়া মোড়। পঞ্চায়েত মামলার ভবিষ্যৎ ঝুলে রইল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই। পঞ্চায়েত মামলা সিঙ্গল বেঞ্চে ফেরাল ডিভিশন বেঞ্চ। আগামিকাল সিঙ্গল বেঞ্চেই দুপুর দুটোয় এ মামলার শুনানি হবে বলে সোমবার জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনে রোজ শুনানিরও নির্দেশ দিয়েছে আদালত। পঞ্চায়েত ভোট কবে হবে, তা সিঙ্গল বেঞ্চই ঠিক করবে বলে এদিন জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে ঘোষিত সূচি অনুযায়ীই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কিনা সে ব্যাপারে ধোঁয়াশা থেকে গেল বলেই মনে করা হচ্ছে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ আদপে কী হবে আগামিকাল তার অনেকটা আন্দাজ মিলবে বলে মনে করছেন অনেকেই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। তৃণমূলের আর্জি খারিজ হওয়ায় এই রায়কে নিজেদের নৈতিক জয় বলে দাবি করেছে বিজেপি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে ‘মানুষের জয়’ বলে আখ্যা দিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের মন্তব্য, পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের শাসকদল গণতন্ত্রকে হত্যা করছে। ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হবে বলে এদিন ভবিষ্যদ্বাণী করেন মুকুল রায়।
কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছবি -পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভোটপ্রক্রিয়ায় তাঁরা বিলম্ব করতে চান না বলে এদিন জানিয়েছেন সিপিএম নেতা রবীন দেব। নির্বাচন বন্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছে বিজেপি নেতৃত্বও।
আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: নজর ডিভিশন বেঞ্চের রায়ের দিকে, সিঙ্গল বেঞ্চের শুনানি পিছোল
গত সপ্তাহেই রাজ্যের পঞ্চায়েত ভোটপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ১৬ এপ্রিল পর্যন্ত ভোটপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। ডিভিশন বেঞ্চে মামলা চলায় এদিন সিঙ্গল বেঞ্চে শুনানি কাল দুপুর দুটো পর্যন্ত পিছিয়ে গিয়েছে।
আরও পড়ুন,২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বিজেপি: সুনীল দেওধর
অন্যদিকে আজও রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে হিংসার প্রতিবাদ ও অবাধ ভোটের দাবিতে কলকাতায় মিছিল করে বামেরা। বামেদের মিছিল হাঁটেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। একই ইস্যুতে রানি রাসমণি অ্যাভিনিউতে অনশনে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।