Advertisment

পঞ্চায়েত ভোট: শুক্রবার সাধারণ ধর্মঘট ডাকল বামেরা

পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র দাখিল ঘিরে হিংসার প্রতিবাদে এবার পথে নামছে বামেরা। আগামিকাল রাজ্য জুড়ে ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
biman bose, left

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস

পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র দাখিল ঘিরে হিংসার প্রতিবাদে এবার পথে নামছে বামেরা। আগামিকাল রাজ্য জুড়ে ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘট পালন করবে বামেরা।

Advertisment

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র পেশ ঘিরে অশান্তি ছড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হয়েছে বলেও খবর। পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শাসকদলের বাধার মুখে পড়তে হয়েছে বলে বারবার অভিযোগ জানিয়ে এসেছে বিরোধীরা। পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি ও কংগ্রেস। পরে বিজেপির মতো সুপ্রিম কোর্টে যায় বামেরাও।

আরও পড়ুনপঞ্চায়েত ভোট: একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জনদের নিয়ে কটাক্ষ দিলীপের, পাল্টা পার্থ

এদিকে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি বাতিল ঘিরেও ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা। সোমবার পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপর্বে বিরোধীদের লাগাতার হিংসার অভিযোগের প্রেক্ষিতে শেষমেশ গত সোমবার কমিশন মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ায়। মঙ্গলবার সকালে আচমকাই নিজের দেওয়া সেই নির্দেশিকা বাতিল করে দেয় কমিশন। যা নিয়ে রাজ্য রাজনীতি নতুন মোড় নেয়। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যায় বিজেপি। পরে বিজেপির মতো এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বামেরা। বুধবার পঞ্চায়েত মামলায় বাম ও বিজেপিকে ফের কলকাতা হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: বিজেপি, বামেদেরকে ফের হাইকোর্টে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের

পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে আগেই রাস্তায় নেমেছে বামেরা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বাম কর্মীরা। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনেও বিক্ষোভ দেখায় বামেরা।

বৃহস্পতিবার বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের বিরোধিতায় কলকাতায় মিছিল করে তৃণমূল। অন্যদিকে পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে মিছিল করে বামেরা।

শাসকদল ভয়ের পরিবেশ তৈরি করেছে বলে বুধবার মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলায় জেলায় তাঁদের কর্মীরা শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন দিলীপ। এদিকে আরও একবার বিরোধীদের সব অভিযোগ খারিজ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা আগের থেকে এবার বেশি সংখ্যক মনোনয়নপত্র জমা দিয়েছে। বিরোধীরা প্রায় ৭০ হাজার মনোনয়নপত্র জমা দিয়েছে বলেও দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়।

intellectuals meet পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে হিংসা নিয়ে সরব একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জনরা। ছবি- শুভম দত্ত।

এদিকে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে হিংসার প্রতিবাদে বুধবার সরব হন একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জনরা। রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র পেশ ঘিরে অশান্তিতে শাসকদলের আচরণ নিয়ে উষ্মা প্রকাশ করেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, শিক্ষাবিদ মীরাতুন নাহার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়রা। অবিলম্বে রাজনৈতিক হানাহানি বন্ধের আর্জি জানান বিভাস চক্রবর্তী। মনোনয়নপর্বে এত হিংসা হলে, ভোটে কী হবে, তা ভেবে আশঙ্কাও প্রকাশ করেন বিভাস চক্রবর্তী। অন্যদিকে আধিপত্যবাদ কায়েম করে যে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না, সে ব্যাপারে শাসকদলকে সতর্ক করেন প্রতুল মুখোপাধ্যায়। রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে হিংসার নিন্দা জানিয়ে মীরাতুন নাহার বলেন, বিরোধীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গণতন্ত্র বিকলাঙ্গ হচ্ছে বলেও মন্তব্য করেন এই বিদ্বজ্জনরা।

panchayat vote
Advertisment