Advertisment

পঞ্চায়েত ভোট: মনোনয়নপর্বে হিংসা নিয়ে আবারও সরব বিদ্বজ্জনরা

পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে অশান্তি নিয়ে আবারও সরব হলেন বিদ্বজ্জনরা। বুধবারের মতো বৃহস্পতিবারও রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র পেশ ঘিরে হিংসার ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ জানালেন কয়েকজন বিদ্বজ্জন।

author-image
IE Bangla Web Desk
New Update
ashok ganguly

প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে অশান্তি নিয়ে আবারও সরব হলেন বিদ্বজ্জনেরা। বুধবারের মতো বৃহস্পতিবারও রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র পেশ ঘিরে হিংসার ঘটনার নিন্দায় মুখর হলেন বেশ কয়েকজন বুদ্ধিজীবী। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে হিংসার ছবি দেখে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, অমিয় বাগচীরা। এদিন সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত ভোটের দাবি জানান তাঁরা। রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই যেভাবে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তা নিয়ে বুধবারও উদ্বেগ প্রকাশ করেন মীরাতুন নাহার, বিভাস চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায়রা।

Advertisment

বৃহস্পতিবার প্রেস ক্লাবে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘শুভবুদ্ধির উদয় হোক।’’ অশোক গঙ্গোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়ে অমিয় বাগচীও সন্ত্রাসের পরিবর্তে শান্তিতে যাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সে ব্যাপারে আর্জি জানান। নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে বলেও কটাক্ষ করেন অমিয় বাগচী। মনোনয়নপর্বে অশান্তিতে গণতন্ত্র যে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে সেকথাও এদিন উল্লেখ করেন বিদ্বজ্জনরা। এই সময়ে দাঁড়িয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিদ্বজ্জনরা।

INTELLECTUALS, kolkata রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশ ঘিরে অশান্তির প্রতিবাদে শামিল বিদ্বজ্জনরা। বুধবার প্রেস ক্লাবে ছবি তুলেছেন শুভম দত্ত

গতকাল প্রেস ক্লাবে একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জনরা পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বে অশান্তি নিয়ে সরব হন। গণতন্ত্র বিকলাঙ্গ হয়ে পড়ছে বলে আওয়াজ তোলেন ওই বিদ্বজ্জনরা। পাশাপাশি বিরোধীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে সোচ্চার হন শিক্ষাবিদ মীরাতুন নাহার। শাসকদলকে একহাত নিয়ে সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় বলেছিলেন, আধিপত্যবাদ কায়েম করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: মনোনয়নপর্বে হিংসার নিন্দায় বিদ্বজ্জনরা

এদিকে আজই পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত ভোটে স্থগিতাদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে ওই তারিখের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: ১৬ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি হাইকোর্টের

অন্যদিকে পঞ্চায়েত ভোটের মনোনয়নপেশ ঘিরে হিংসার প্রতিবাদে শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘট পালন করা হবে। মানুষের অধিকারের উপর হামলা অব্যাহত, গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়াও অব্যাহত বলে মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর এর প্রতিবাদেই সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানান বিমান বসু।

panchayat vote
Advertisment