Advertisment

পঞ্চায়েত ভোট: ভোটে হিংসায় নিহত ১২, বিভিন্ন এলাকায় অশান্তি, বুথ দখল!

এবছর পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ভোটে অশান্তি এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ।

author-image
IE Bangla Web Desk
New Update
panchayat vote

রাজ্যে ভোটে হিংসায় নিহত ৬। বেশ কিছু জায়গায় অশান্তি। ছবি শুভম দত্ত, ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনেও রক্ত ঝরল। এবারের পঞ্চায়েত ভোটে অশান্তির জেরে মৃত্যু হয়েছে ১২ জনের। বেশ কিছু এলাকায় বুথ দখলের মতো অভিযোগ উঠেছে। শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আরও একবার সরব হয়েছে বিরোধী শিবির। অন্যদিকে ভোট শান্তিপূর্ণ ভাবে হয়েছে বলেই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।

Advertisment

গ্রাম বাংলার দখল কার হাতে থাকবে, আজ সেই রায় দিলেন গ্রামাঞ্চলের ভোটাররা। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। পঞ্চায়েত ভোটে অশান্তি এড়াতে জোরদার করা হয়েছিল নিরাপত্তা। আজ ৬৬ শতাংশ আসনে ভোটগ্রহণ হয়। বাকি ৩৪ শতাংশ আসনে ইতিমধ্যেই বিনা লড়াইয়ে জিতে বসে রয়েছে শাসকদল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই সংখ্যক আসনের ফলপ্রকাশে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এদিকে গ্রাম বাংলায় নিজেদের ক্ষমতা বহাল রাখতে মরিয়া শাসকশিবির। অন্যদিকে পঞ্চায়েত ভোটে শাসকশিবিরকে টেক্কা দিতে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী শিবির। রাজ্যের প্রধান বিরোধী মুখ হয়ে ওঠার লড়াইয়ে এবারের পঞ্চায়েত ভোট বিজেপির কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের কোথাও কোথাও সিপিএম-বিজেপি জোটেরও আভাস মিলেছে ভোটের আগে।

panchayat vote ভোটের সরঞ্জাম নিয়ে বুথের দিকে রওনা ভোটকর্মীদের। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এই পঞ্চায়েত ভোটে নিরাপত্তায় প্রায় ৯ হাজার কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। মোট মোতায়েন সশস্ত্র পুলিশের সংখ্যা ৭১,৫০০ জন, ইন্সপেক্টর ৫০০ জন, সাব-ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের সংখ্যা ১০০০০ জন। এছাড়াও থাকছেন ৬১০০০ জন  কনস্টেবল এবং হোমগার্ড ও ৮১০০০ জন সিভিক ভলান্টিয়ার।

আরও পড়ুন, আগামিকাল পঞ্চায়েত ভোট, অাশা-আশঙ্কার দোলাচল

panchayat vote দক্ষিণ ২৪ পরগনার একটি বুথে ভোটের আগে প্রস্তুতি সারছেন ভোটকর্মীরা। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

পঞ্চায়েত ভোটে অশান্তি এড়াতে বিশেষ ভাবে সতর্ক প্রশাসন। ২০১৩ সালের ভোটের থেকে বেশি সন্ত্রাস হলে আধিকারিকদের বেতন কেটে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই নজিরবিহীন নির্দেশের পর রাজ্যের পুলিশবাহিনীকে দিয়ে সুষ্ঠু ভোট করানো সরকারের কাছে রীতিমতো চ্যালেঞ্জ নেওয়ার মতো বলেই মনে করা হচ্ছে।

রাজ্যে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে গতকালই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওরকম অশান্তি, প্ররোচনামূলক ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সকলকে তৎপর থাকার কথাও বলেন তিনি।

LIVE UPDATES:

বিকেল ৫টা ১৯- রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় নিহত ১২।

বিকেল ৫টা ১৩- পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

বিকেল ৪টে ৪৮- ভোটে হিংসার প্রতিবাদে সরব বামেরা।

বিকেল ৪টে ৩৬-শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে, দাবি পার্থর

বিকেল ৪টে ১৭- তৃণমূলের সঙ্গে জমি, জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষাকমিটির সদস্যদর মধ্যে সংঘর্ষ
src="https://www.youtube.com/embed/BhSI5L9JEz0" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

বিকেল ৪টে ৬-

panchayat vote পশ্চিম মেদিনীপুরের কাঁকড়াঝোড়ে ভোটের লাইনের ছবি তুলেছেন শুভম দত্ত।

বিকেল ৪টে ৩- ট্যুইটারে সিপিএম ও বিজেপিকে আক্রমণ তৃণমূলের ডেরেক ও’ব্রায়েনের।

বিকেল ৪টে- ‘তৃণমূলের গুণ্ডাবাহিনী’ বুথ দখল করেছে বলে অভিযোগ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের।

দুপুর ৩টে ৪৩- পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে সরব সিপিএম নেতা মহম্মদ সেলিম। ট্যুইটারে তৃণমূলকে কটাক্ষ করলেন সেলিম।

দুপুর ৩টে ৩১- পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় তৃণমূল ও বিজেপিকে ট্যুইটারে আক্রমণ সূর্যকান্ত মিশ্রের।

দুপুর ৩টে ২৪- পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে ট্যুইটারে সরব হলেন বাবুল সুপ্রিয়।

দুপুর ৩টে ১১- নন্দীগ্রামে ভোটে হিংসার জেরে নিহত ২ সিপিএম কর্মী, সূত্রের খবর।

দুপুর ২টো ৪১- কলকাতায় রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ কংগ্রেসের।

দুপুর ২টো ৩৭- সোনাডাঙি এলাকায় পুকুর থেকে তোলা হচ্ছে ব্যালট বাক্স।

দুপুর ২টো ৩৪- মুর্শিদাবাদে পোলিং বুথ থেকে ব্যালট বাক্স লুঠ করার অভিযোগ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে।

দুপুর ২টো ৩২- উত্তর দিনাজপুরে ভোট চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে এক সাব-ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

দুপুর ২টো ৩০- উত্তর দিনাজপুরের সোনাডাঙি এলাকায় পোলিং বুথে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দুপুর ২টো ২৭- দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.৫১ শতাংশ, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

দুপুর ২টো ২৪- ‘‘ভোটের নামে ভোট লুঠ হচ্ছে, কমিশনকে সব জানাব’’, বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের চড় মারার প্রসঙ্গে দিলীপ বলেন যে ওঁকে দল থেকে বরখাস্ত করা উচিত।

দুপুর ২টো ১৫- মুর্শিদাবাদে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ।

দুপুর ২টো ১২-  দক্ষিণ দিনাজপুরসহ অন্য জেলার সীমান্ত এলাকায় ভোটে হস্তক্ষেপের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে।

দুপুর ২টো- আসানসোলের রানিগঞ্জে গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ।

দুপুর ১টা ৪০- নির্বাচন প্রক্রিয়ায় মানুষের আস্থা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার কমিশনের, এ রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে এমনটাই বললেন সীতারাম ইয়েচুরি।

দুপুর ১টা ৩২- দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট এলাকায় অনন্তপুর স্কুলে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে বলে দাবি তৃণমূল প্রার্থীর।

src="https://www.youtube.com/embed/KLLHjTh9w50" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

দুপুর ১টা ২৮- ভাঙড়ের মাছিভাঙায় পুলিশের গাড়ি ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। পরে এলাকায় ঢোকে পুলিশের ৩টি গাড়ি।

src="https://www.youtube.com/embed/LNxK33aFQMM" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

দুপুর ১টা ২৫- নাকাশিপাড়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, সূত্রের খবর।

দুপুর ১টা ২০- রাজ্যে পঞ্চায়েত ভোটে আরও ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও পর্যন্ত ভোটে হিংসায় মৃত ৬।

দুপুর ১টা ১৮-

panchayat vote ভাঙড়ে হাড়োয়া রোডে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

দুপুর ১টা ১৪- শান্তিপূর্ণ ভাবেই রাজ্যে পঞ্চায়েত ভোট হচ্ছে বলে দাবি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

দুপুর ১টা ১০- পঞ্চায়েত ভোটে কাকদ্বীপে মৃত ২ ও উত্তর ২৪ পরগনার আমডাঙায় মৃত ১।

দুপুর ১টা ৯- ভোটে হিংসা নিয়ে সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গ সরকার ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ বাবুলের। এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন মন্ত্রী। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

দুপুর ১টা ৩- দুর্গাপুরে সিপিএম-বিজেপি সংঘর্ষ।

দুপুর ১টা- ভাঙড়ে পৌঁছল কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী।

panchayat vote ভোটের দিন ভাঙড়ে উত্তেজনা, এলাকায় পৌঁছল কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী। ছবি- এষা রায়, ইন্ডিয়ান এক্সপ্রেস।

দুপুর ১২টা ৫৫-

panchayat vote পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় অশান্তি, জখম এক কর্মীর ছবি ক্যামেরাবন্দি করেছেন পার্থ পাল

দুপুর ১২টা ৪৫- এখনও পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত ভোটে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুপুর ১২টা ৩০- বীরপাড়ায় ভোটে হিংসার ঘটনায় স্থানীয় ৫ সাংবাদিক জখম বলে খবর।

দুপুর ১২টা ২৫- সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ২৬.২৮ শতাংশ, খবর এএনআই সূত্রে

দুপুর ১২টা ২২- বেলডাঙায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, সূত্রের খবর।

দুপুর ১২টা ২০- ভোটে অশান্তির নিন্দায় সরব হল রাজ্য বিজেপি নেতৃত্ব। ‘‘তৃণমূলের নেতৃত্বে রাজ্যে রাজনৈতিক হিংসার সংস্কৃতি তৈরি হয়েছে, যা গণতন্ত্রের জন্য বিপদঘণ্টা সম’’, সংবাদসংস্থা এএনআই-কে বললেন বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।

দুপুর ১২টা ১১- কুলতলিতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আরিফ গাজির।

দুপুর ১২টা ৩- বীরভূমের কয়েকটি বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ কয়েকজন মুখোশধারীর বিরুদ্ধে। অস্ত্রশস্ত্র, লাঠি নিয়ে মুখোশধারীরা ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ।

দুপুর ১২- শান্তিপুরে তৃণমূল কর্মী নিহত, সূত্রের খবর।

সকাল ১১টা ৫৮- উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুর এলাকায় বোমাবাজির অভিযোগ, ২০ জন জখম হয়েছেন বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

সকাল ১১টা ৫২- বিজেপি সমর্থককে চড় মারিনি, বললেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

সকাল ১১টা ৪৬- মুর্শিদাবাদে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পুকুরে ব্যালট পেপার ছুড়ে ফেলার অভিযোগ।

সকাল ১১টা ৪২-

panchayat election দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটের একটি বুথে ভোটারদের লাইন। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সকাল ১১টা ৩৫- অগ্নিদগ্ধ হয়ে সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় কমিশনকে চিঠি সিপিএম নেতৃত্বের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনকে চিঠি সিপিএমের শমীক লাহিড়ির। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন শমীক।

সকাল ১১টা ২৮-

src="https://www.youtube.com/embed/bNQqeSM9aAw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

সকাল ১১টা ১০-

panchayat vote জমি, জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষাকমিটির সদস্যদের বিক্ষোভ। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সকাল ১০টা ৫৫-

panchayat vote চড়া রোদে ছাতা মাথায় দিয়ে ভোটের লাইনে ভোটাররা। আজ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। ছবি- শুভম দত্ত, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সকাল ১০টা ৪৯- উত্তর ২৪ পরগনার বিলকান্দায় বিজেপি কর্মীদের উপর ছুরি দিয়ে হামলার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। জখম বেশ কয়েকজন বিজেপি কর্মী। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

সকাল ১০টা ৩৪- জলপাইগুড়িতে ব্যালটবক্সে আগুন লাগানোর অভিযোগ।

সকাল ১০টা ৩০- পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ভোট দিলেন ১০২ বছরের বৃদ্ধা।

সকাল ১০টা ২৬- ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ। রাস্তায় বিক্ষোভ স্থানীয়দের।

সকাল ১০টা ২৪- ভাঙড়ের ছবি

panchayat election ভঙড়ে বুথ দখলের অভিযোগ, গাজিপুর যাওয়ার রাস্তায় পুলিশ। ছবি- শুভম দত্ত, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সকাল ১০টা ২০- হাতিনগরে ২৩৯ নং বুথে কংগ্রেসের পোলিং এজেন্ট ও প্রার্থীদের বাইরে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

সকাল ১০টা ১১- সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১২. ২ শতাংশ

সকাল ৯টা ৫৩- ফের উত্তেজনা ভাঙড়ে, সংবাদমাধ্যমের একটি গাড়িতে আগুন লাগানোর অভিযোগ। ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

সকাল ৯টা ৪২- উত্তর ২৪ পরগনা, বর্ধমান, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনায় অশান্তির খবর মিলেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।

সকাল ৯.৩০- বীরপাড়ায় ১৪/৭৯ বুথে ভোট দিতে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই খবর

সকাল ৯টা ২৫- গতরাতে উত্তর ২৪ পরগনায় দগ্ধ অবস্থায় মৃত্যু সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীর। হামলার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ সিপিএমের।

সকাল ৯টা ২৩- কোচবিহারে দুই দলের সংঘর্ষে প্রায় ২০ জন জখম হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

সকাল ৯টা ১২- ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যে রাজ্যের অন্তত ৪ জেলায় অশান্তির খবর মিলেছে। ৪ জেলা থেকে অশান্তির অভিযোগ পেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এ ঘটনায় কড়া পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

সকাল ৯টা ৬- নাটাবাড়ির লটকারপুরে বিজেপির এজেন্টকে চড় মারার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে।

সকাল ৮টা ৫৩- লালগড়ে একটি ভোটকেন্দ্রের ছবি

panchayat vote সকাল সকাল ভোট দিতে বুথে ভিড় ভোটারদের। লালগড়ের ছবি ক্যামেরাবন্দি করেছেন শুভম দত্ত, ইন্ডিয়ান এক্সপ্রেস।

panchayat vote লালগড়ের একটি বুথে ভোটারদের লাইন। ছবি- শুভম দত্ত, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সকাল ৮টা ৪৬-   ভোটের দিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ১০০ ও ১০২ নং বুথ দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ২ প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

panchayat vote
Advertisment