আজ লোকসভায় রাম মন্দির নির্মাণ নিয়ে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুপ্রিম কোর্টের রায়কে উল্লেখ করে বলেছেন 'এই রায় "ভারতের ধর্মনিরপেক্ষতাকে তুলে ধরেছে"। তিনি বলেন, "২২ শে জানুয়ারি দিনটি আগামী হাজার হাজার বছর পর ইতিহাসের পাতায় লেখা থাকবে। কারণ এই দিনেই সমস্ত রাম ভক্তদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ হয়েছে"।
অমিত শাহ এদিন লোকসভায় তাঁর ভাষণে বলেন, ২২ শে জানুয়ারি মহান ভারতের সূচনা..."। রাম মন্দির প্রতিষ্ঠা একটি সৌভাগ্যের বিষয় এবং আমাদের প্রজন্ম এই ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্যবান"। শাহ এদিনের ভাষণে বলেন, 'রাম জন্মভূমির ইতিহাস অনেক দীর্ঘ। ১৫২৮ সাল থেকে এই যুদ্ধ চলছে। প্রায় ৫০০ বছর পর আইনি লড়াই শেষ হয়েছে। আমি স্মরণ করতে চাই সমস্ত যোদ্ধাদের যারা রাম মন্দির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এই স্বপ্ন মোদীজির আমলেই পূরণ হওয়ার কথা ছিল। রাম মন্দির নির্মাণকে ধর্মের সঙ্গে যুক্ত করা উচিত নয়'। তিনি বলেন, "রাম ও রামায়ণ ছাড়া দেশ কল্পনা করা যায় না। দেশের সংবিধানের থেকে শুরু করে মহাত্মা গান্ধীর আদর্শ ভারতের স্বপ্ন পর্যন্ত রামের নামেই গড়ে উঠেছে"।
আরও পড়ুন : < Sandeshkhali: সন্দেশখালি ইস্যুতে তুঙ্গে রাজভবন-BJP সংঘাত! ভয়ঙ্কর হুঁশিয়ারি শুভেন্দুর >
শাহ সংসদে তাঁর ভাষণে বলেন, 'ভারতীয় সংস্কৃতি এবং রামায়ণকে কখনও আলাদাভাবে দেখা হয়নি। রামায়ণ অনেক ভাষা, সংস্কৃতি এবং ধর্মে উল্লেখ আছে। রাম ও রামায়ণ থেকে আলাদা দেশ কল্পনা করা অসম্ভব। ১৫২৮ সাল থেকে এই যুদ্ধ চলছে। কয়েক দশক ধরে লড়াই চলে আসছে । ১৮৫৮ সাল থেকে আইনি লড়াই চলছিল। ৩৩০বছর পর, আইনি লড়াই আজ শেষ হয়েছে এবং রামলালা তাঁর গর্ভগৃহের ভিতরে বসে আছেন। বিজেপি ও প্রধানমন্ত্রী মোদী যা বলেন তাই বাস্তবে করে দেখান'।