লোকসভার পরে রাজ্যসভা। ফের সংসদে দাঁড়িয়ে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন রাজ্যসভায় বলেন, 'পুরোনো সংসদ ভবনে দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই বিরোধীরা আমার এই কণ্ঠকে দমিয়ে রাখতে পারবে না। দেশের মানুষ এই কণ্ঠে শক্তি দিয়েছে। এবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছি'। মমতার সুরেই এদিন কংগ্রেসকে নিশানা করেন মোদী। তিনি বলেন, "বাংলা থেকে কংগ্রেসকে চ্যালেঞ্জ করা হয়েছে আপনারা ৪০টি আসনও পাবেন না। আমি প্রার্থনা করছি আপনারা যাতে ৪০টি আসন ধরে রাখতে পারেন"।
১লা ফেব্রুয়ারি, সংসদের বাজেট অধিবেশনে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন। এখন এ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে সংসদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগে ৫ ফেব্রুয়ারি লোকসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী লোকসভায় বলেছিলেন 'তাঁর দল বিজেপি একাই লোকসভা নির্বাচনে কমপক্ষে ৩৭০ টি আসন জিতবে, যেখানে এনডিএ জোট ৪০০টি আসন পাবে'।
আরও পড়ুন : < PM Modi: ‘আমাকে কিছুতেই দমাতে পারবে না’, রাজ্যসভায় বিরোধীদের কীসের চ্যালেঞ্জ মোদীর? >
মল্লিকার্জুন খাড়গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাহুলকে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর
রাজ্যসভায় মল্লিকার্জুন তাঁর ভাষণে প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে ভুলবশত বলে ফেলেন, 'এবার চারশ পার করবে বিজেপি'। এদিন প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ টেনে এনে বলেন, মল্লিকার্জুন খাড়গের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার ইচ্ছা যেন পূরণ হয়"।
'কংগ্রেস, যার কোন গ্যারান্টি নেই, তারাই মোদীর গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছে'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ চলাকালীন কংগ্রেসকে কড়া নিশানা করেন। তিনি এদিন বলেন, কংগ্রেসের নেতাদের কোনো নিশ্চয়তা নেই, তাদের নীতির কোনো নিশ্চয়তা নেই। তারা আবার মোদীর গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছেন'।
রাহুল গান্ধীকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, 'কংগ্রেস ১০ বছরে দেশকে ১১ তম স্থানে নিয়ে গিয়েছে। সেখানে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে মোদী বলেন, 'আমরা ১০ বছরে দেশকে বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে নিয়ে এসেছি'।
কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, 'কংগ্রেস কখনও দরিদ্রদের সংরক্ষণের চিন্তা করেনি। বাবা সাহেবকে ভারতরত্ন দেননি, তারা কেবল নিজেদের পরিবারের নামে দেশের রাস্তা ও মোড়ের নাম রেখেছেন। সেই কংগ্রেস এখন আমাদের সামাজিক ন্যায়বিচার নিয়ে আজ আওয়াজ তুলছে। কংগ্রেসের নেতাদের কোনো নিশ্চয়তা নেই, তার নীতির কোনো নিশ্চয়তা নেই। তারাই আবার মোদীর গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছেন'।
আরও পড়ুন : < PM Modi Speech: সাতদশক ধরে অনগ্রসর শ্রেণির অধিকার কেড়েছে কংগ্রেস, সংসদে সংরক্ষণ ইস্যুতে সুর চড়ালেন মোদী >
এবার কংগ্রেস ৪০ পার করবে কিনা সন্দেহ প্রকাশ মোদীর
কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'বাংলা থেকে চ্যালেঞ্জ এসেছে কংগ্রেস ৪০ পার করতে পারবে না। মোদী বলেন, 'আমি প্রার্থনা করছি যাতে তারা ৪০টি আসন জিততে পারে'। পাশাপাশি কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদী বলেছেন, 'এত বড় দল, এতদিন যারা দেশ শাসন করেছেন অল্প সময়েই তাদের এমন পতন। আমি কংগ্রেসের প্রতি সহানুভূতি জানাচ্ছি'।
আমার কণ্ঠ দমন করা যাবে না: প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী বলেন, 'পুরোনো সংসদ ভবনে দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে বারেবারে। আমার কণ্ঠকে দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষ এই কণ্ঠে শক্তি দিয়েছে। এবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছি'।
'সমালোচনা করা কিছু মানুষের অভ্যাস হয়ে গিয়েছে'
লোক সভার পর রাজ্যসভা ফের কংগ্রেসের বিরুদ্ধে সর চড়িয়ে মোদী বলেন, 'কিছু মানুষের সমালোচনা করা অভ্যাসে পরিণত হয়েছে এর জন্য আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি'। এ কথা বলে কংগ্রেসের দিকে আঙুল তুললেন প্রধানমন্ত্রী।
বাবাসাহেব আম্বেদকরেরকে নিয়ে কংগ্রেসকে খোঁচা
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরের ভাবনাকে ধ্বংস করার চেষ্টা করেছে'।
'দেশকে সংকট থেকে বের করে এনেছি'
প্রধানমন্ত্রী মোদী রাজ্যসভায় বলেন, 'আমরা দেশকে সংকট থেকে বের করে এনেছি। কংগ্রেস দেশের সমস্যা সম্পর্কে সচেতন ছিল কিন্তু তার কোন সমাধান করেনি। তিনি এদিন বলেন, 'কংগ্রেসের নিজস্ব গ্যারান্টি এবং নীতি বলে নেই তবে তারা সব সময়ই মোদীর গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছে'।