Advertisment

গান্ধীকে অনুসরণ করে সংসদে ধর্নায় তৃণমূল

দিল্লি হিংসার প্রতিবাদ করে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে পৃথক পৃথক ধর্নায় শামিল হয় কংগ্রেস, তৃণমূল ও আপ সাংসদরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিল্লি হিংসা নিয়ে রাজ্যসভায় কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হল বিরোধী দলগুলো। কেন্দ্র বিরোধী স্লোগান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব তলব করা হয়। হইহট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় রাজ্যসভার অধিবেশন।

Advertisment

বিহারের জেডিইউ সাংসদের অকাল মৃত্যুতে এজদজিন লোকসভাও দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার চেয়ারপার্সন বেঙ্কাইয়া নাইডু বলেন, 'দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।'

সোমবার থেকেই শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। যা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এদিন শুরুতেই দিল্লি হিংসাপ প্রতিবাদ করে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে আলাদা আলাদা ধর্নায় শামিল হয় কংগ্রেস, তৃণমূল ও আপ সাংসদরা। মৌন প্রতিবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদোস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়েরা। 'খারাপ দেখব না, খারাপ বলব না, খারাপ শুনব না- গান্ধীর এই আপ্তবাক্যকে স্মরণ করে এদিন সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান ঘাস-ফুল সাংসদরা।

publive-image আপ সাংসদদের ধর্না।

সংসদে শাসক শিবিরকে বিঁধতে মরিয়া বিরোধী দলগুলো। রবিবারই কৌশল চূড়ান্ত করতে দলের সভানেত্রীর সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক করেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Parliament
Advertisment