Advertisment

Parliament Session Updates: চোপড়ার ঘটনায় নীরব বিরোধীরা, সংসদে গর্জে উঠলেন মোদী

বিরোধীদের অ্যাজেন্ডাকে পরাজিত করেছে দেশের মানুষ উল্লেখ মোদীর

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament Session Live Updates: modi rajya sabha

বাংলায় নারী নির্যাতনের কথা প্রকাশ্যেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

Parliament Session: রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের সময় তিনি বলেন, 'যারা সংবিধানের কপি হাতে নিয়ে বিরোধীতা করছে, তারাই সংবিধান দিবসের প্রতিবাদ করেছে'। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই বিরোধী সাংসদরা সংসদে তোলপাড় সৃষ্টি করেন। ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি চোপড়ার ঘটনা নিয়েও এদিন রাজ্যসভায় সরব হন মোদী।

Advertisment

রাজ্যসভায় দাঁড়িয়ে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী মোদীর। আরও দু'দশক ক্ষমতায় টিকে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। রাজ্যসভায় মোদীর ভাষণ চলাকালীন প্রবল হট্টোগোল সৃষ্টি হয়। মোদী তাঁর ভাষণে বলেন, '৬ দশক পর দেশের মানুষ মোদী সরকারকে তৃতীয়বার দেশ গঠনে সুযোগ দিয়েছে। এই নির্বাচন শুধু গত ১০ বছরের কৃতিত্বকে সিলমোহর নয়, ভবিষ্যতের উন্নয়নেরও এক সুযোগ। জনগণের আস্থা শুধুমাত্র এনডিএ-র উপর রয়েছে'। মোদী আরও বলেন, 'দেশের অর্থব্যবস্থা ১০ থেকে ৫ নম্বরে উঠে এসেছে' পাশাপাশি বিরোধীদের নিশানা করে মোদী বলেন, 'দেশের রায়কে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে'। এদিন রাজ্যসভায় ওয়াকআউট প্রসঙ্গে মোদী বলেন, 'লড়তে না পেরে লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাওয়াই বিরোধীদের একমাত্র অস্ত্র'। 'আজ যারা সংবিধান হাতে নিয়ে বিরোধীতা করছেন, তারাই সংবিধান দিবস পালন করতে চায় নি' নাম না করে বিরোধীদের নিশানা মোদীর।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'আমি আগেও বলেছি যে ভারতের উন্নয়ন যাত্রায় চারটি প্রধান স্তম্ভ রয়েছে। আমাদের দেশের কৃষক, যুবক, দরিদ্র ও নারীরা আমাদের উন্নয়নের শক্তি। গত ১০ বছর ধরে আমাদের কৃষি খাত লাভজনক। কৃষকদের ফসল বীমার সুবিধা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'আমরা সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করেছি।দেশবাসীকে প্রতিটি মুহূর্তের হিসাব দেওয়া আমার কর্তব্য'।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন এই নির্বাচনে দেশবাসী পারফরম্যান্সকে প্রাধান্য দিয়েছে। জনগণ আস্থার রাজনীতিকে অনুমোদন করেছে।নারীরা যেন স্বাবলম্বী হয়, সেলক্ষ্যেও আমরা কাজ করে চলেছি বলে উল্লেখ করেন মোদী। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, পিছিয়ে পড়া আদিবাসী নারীরা আমাদের সমর্থন করেছেন'। মোদী আরও বলেন, নারী স্বাস্থ্যের পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী করতে আমরা কাজ করছি। আমরা যে ৪ কোটি ঘর তৈরি করেছি তার বেশির ভাগই মহিলাদের নামে। সুকন্যা সমৃদ্ধির মতো প্রকল্পের ফলে নারীদের ভূমিকা ও অংশগ্রহণও বেড়েছে। নারীদের আত্মবিশ্বাস বেড়েছে এবং তাদের আয়ও বেড়েছে। কোটি কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে উপকৃত হচ্ছে এক কোটি মহিলা হয়েছেন লখপতি দিদি। আগামী দিনে তিন কোটি মহিলাকে লখপতি দিদি বানাতে তৎপর মোদী সরকার। আজকের নারীরা যেন প্রতিটি নতুন সেক্টরে নেতৃত্ব দিয়ে চলেছে বলেও উল্লেখ করেন মোদী।

আরও পড়ুন : < IGI Airport: ঘুরপথে মার্কিন মুলুকে পৌঁছাতে যুবকের বেনজির কাণ্ড, বৃদ্ধের বেশে আটক, চূড়ান্ত শোরগোল বিমানবন্দরে >

ভারতের জনগণ তৃতীয়বারের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি স্থিতিশীল সরকারকে নির্বাচিত করে দেশকে স্থিতিশীল করেছে বলে এদিন তাঁর ভাষণে উল্লেখ করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'এই কারণে ভারত বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ভারতে বিদেশী বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে আসছে' ।

বাংলায় নারী নির্যাতনের কথা প্রকাশ্যেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, এটা দেশের দুর্ভাগ্য যে, এমন স্পর্শকাতর বিষয় নিয়েও বাংলায় রাজনীতি হচ্ছে। নারীর প্রতি অত্যাচারের ঘটনায় বিরোধীদের মনোভাব বেদনাদায়ক। চোপড়ার ঘটনার কথা উল্লেখ করে মোদী বলেন, মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। মানুষ ভিডিও বানাচ্ছেন। এর চেয়ে দুঃখজনক ছবি আর কী হতে পারে? এ নিয়ে বিরোধীরা নীরব।

Rajya Sabha modi
Advertisment