Advertisment

সংসদের নিরাপত্তা লঙ্ঘন কী কারণে? চোখে আঙুল দিয়ে দেখালেন রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিকে তুলোধোনা করেছেন রাহুল।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament security breach

সংসদের নিরাপত্তা লঙ্ঘন কী কারণে? চোখে আঙুল দিয়ে দেখালেন রাহুল

সংসদে অনুপ্রবেশকারীরা ‘নৈরাজ্য সৃষ্টি করতে’ চেয়েছিল। এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিদেশি যোগসাজশ খতিয়ে দেখছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। এবার সংসদে নিরাপত্তা লঙ্ঘনের কারণ দেশের বেকারত্ব বলেও মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, " দেশে ক্রমবর্ধমান বেকারত্বের কারণে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কারণেই দেশে বেকারত্ব আকাশছোঁয়া বলেও উল্লেখ করেন কংগ্রেস নেতা।

Advertisment

লোকসভা নিরাপত্তা লঙ্ঘনের ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা দেশে নৈরাজ্যকে উসকে দেওয়ার লক্ষ্যেই সুপরিকল্পিতভাবেই সংসদ ভবনে প্রবেশ করেছে। পুলিশ বলেছে বিদেশী অর্থায়নের সম্ভাবনাগুলি পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তদন্তে আরও নানান বিষয় খতিয়ে দেখার কাজ চলছে।

ললিত ঝা, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পিছনে ‘মাস্টারমাইন্ড’ এমনটাই জানিয়েছে পুলিশ। ললিত এবং তার সহ-অভিযুক্তরা তাদের দাবি পূরণে সরকারকে বাধ্য করতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল, দিল্লি পুলিশ আদালতে তাদের ‘রিমান্ড’ আবেদনে জানিয়েছে।

পুলিশ “আক্রমণের পিছনে প্রকৃত উদ্দেশ্য” এবং তার “অন্য কোন শত্রু দেশের উস্কানি, সেই সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তাদের কোন যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে।

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন সংসদ ভবনে হামলার মূল পরিকল্পনাকারী। তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এই “সুপরিকল্পিত হামলার” পিছনে বৃহত্তর ষড়যন্ত্র উদঘাটনের জন্য একটি গভীর ও বিশদ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে আদালত।

দিল্লি পুলিশ হেফাজতের শুনানির সময় পাতিয়ালা হাউস আদালতকে বলেছিল যে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের পিছনে মূল ষড়যন্ত্রকারী ললিত ঝা দেশে “নৈরাজ্য সৃষ্টি করতে” চেয়েছিল যাতে তারা সরকারকে তাদের দাবি পূরণে বাধ্য করতে পারে।

বৃহস্পতিবার গ্রেফতার হওয়া ললিত ঝা জিজ্ঞাসাবাদে দিল্লি পুলিশকে জানিয়েছে, তিনি দিল্লি-জয়পুর সীমান্তের কাছে তার ফোন ছুড়ে ফেলেছিলেন এবং অন্য অভিযুক্তদের ফোন পুড়িয়ে ফেলেন।

ঘটনার পরে, ঝা তাদের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করতে এবং এই হামলার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র লুকানোর জন্য সমস্ত অভিযুক্তের ফোন নিজের কাছেই নিয়েছিলেন। তিনি জেরায় জানিয়েছেন যে জয়পুর থেকে দিল্লি যাওয়ার পথে তিনি তার ফোনটি ছুড়ে ফেলেছিলেন। একই সঙ্গে অন্যদের ফোন পুড়িয়ে ফেলেন তিনি।

কংগ্রেস সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বিবৃতির জন্য চাপ দিচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন যে বিরোধী দলগুলি সোমবার আবার বৈঠক করবে এই ঘটনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে।

রাহুল গান্ধী সংসদের নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে আরও বলেছেন যে ভারতীয়রা বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যাটির মুখোমুখি হচ্ছে তা হল বেকারত্ব। তিনি বলেন, "নিরাপত্তা লঙ্ঘন সত্যিই ঘটেছে। কিন্তু মূল বিষয় হল, কেন এই ঘটনা ঘটল? মূল সমস্যা হল বেকারত্ব। মো্দীজির নীতির কারণে, ভারতের মানুষ কর্মসংস্থান পাচ্ছে না," বলেছেন কংগ্রেস সাংসদ। পাশাপাশি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ইস্যুতে মোদী সরকারের নীতিকে তুলোধোনা করেছেন তিনি।

rahul gandhi
Advertisment