Parliament Session: অধিবেশনের ষষ্ঠ দিনে হট্টগোলের জেরে ওয়াকআউট বিরোধীদের! NEET নিয়ে আলোচনার দাবি রাহুলের।
লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম চলছে। আজ সংসদের অধিবেশন শুরু হতেই বিরোধীরা NEET নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন। হট্টগোলের জেরে বিরোধীরা ওয়াকআউট করেন। লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেছেন, NEET নিয়ে একদিনের আলোচনা হওয়া উচিত।
এদিন সংসদের কার্যক্রম শুরু হতে না হতেই বিরোধীরা এজেন্সির অপব্যবহার নিয়ে হাউসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। NEET-UG পরীক্ষার ইস্যুতে আলোচনার দাবিও জানানো হয়। অগ্নিপথ প্রকল্প, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো বিষয়গুলি নিয়ে সরকারকে কোনঠাসা করতে মরিয়া বিরোধী শিবির।
আজ সংসদ অধিবেশনের ষষ্ঠ দিন। সংসদ শুরু হওয়ার সাথে সাথে বিরোধীরা এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। আজ, NEET-UG কেলেঙ্কারির ঘটনায় ফের আলোচনার দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতির দাবির পরই সংসদে হৈচৈ পড়ে যায়। রাহুল বলেন, নিট কেলেঙ্কারি লক্ষাধিক শিক্ষার্থীর সমস্যা।
আরও পড়ুন : < JP Nadda On Chopra lynching: ‘দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়’, চোপড়া কাণ্ডে মমতাকে নিশানা নাড্ডার >
শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এই বিষয়ে বলেছেন, সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে। ট্রায়াল কোর্ট যখন অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিল, তখন বলেছিল যে (গ্রেফতারের) কোনও ভিত্তি নেই।