Parliament Session Lok Sabha Opposition Treasury bench NEET: কৃষক দুর্দশা এবং নিট কেলেঙ্কারি নিয়ে লোকসভায় বিরোধীদের চাপের মুখে পড়ল সরকার। ১৮তম লোকসভায় বিরোধী দলনেতা (এলওপি) এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রথম বক্তৃতার মধ্যেই মঙ্গলবার লোকসভায় হট্টগোল শুরু হয়। রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপি নিজেদের হিন্দুত্ববাদী বলে দাবি করে। কিন্তু, তারা মোটেও হিন্দু নয়। কারণ, হিন্দুরা শান্তির কথা বলে। আর, বিজেপির ভাষণজুড়ে থাকে শুধু হিংসার কথা। এর পাশাপাশি নিট কেলেঙ্কারি এবং দেশের কৃষকদের প্রতি সরকারের উদাসীনতা নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন লোকসভার বিরোধী দলনেতা।
এর আগের দিনই বিরোধী সদস্যরা লোকসভায় নিট (NEET) পেপার ফাঁস ইস্যুতে একদিনের পৃথক আলোচনার দাবি করেছিল। আর, এই আলোচনার ব্যাপারে বিরোধীরা সরকারের কাছ থেকে স্পষ্ট আশ্বাস চেয়েছিল। কিন্তু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব নিয়ে সভা শেষ না হওয়া পর্যন্ত নিট কেন কোনও বিষয় নিয়েই পৃথক আলোচনা করা যাবে না। দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে বিরোধীরা সভা থেকে ওয়াকআউট করেন। তাঁরা অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার দুর্নীতিগ্রস্ত। আর, সেই সরকার বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার ছাড়া বাকি সব কাজে ব্যর্থ। এই অভিযোগে ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভও দেখান।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়ে দেন, তাঁদের সরকার ক্ষমতায় এলে 'অগ্নিবীর' প্রকল্পকে বাতিল করা হবে। এর আগেই অবশ্য বারবার 'অগ্নিবীর' প্রকল্প নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কার্যত শিশুসুলভ আচরণ করছে। 'অগ্নিবীর' প্রকল্প দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, দুর্বল করে দেবে।
আরও পড়ুন- সরকারি প্রতিষ্ঠানের মাথায় বসানো হচ্ছে আরএসএস নেতাদের, রাজ্যসভায় তুলকালাম খাড়গের
এই উত্তাল পরিস্থিতির মধ্যেই শাসক জোটকে একত্রিত রাখতে ঘোষণা করে দেওয়া হয়, মঙ্গলবার এনডিএ সাংসদদের বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় মেয়াদে কেন্দ্রে ক্ষমতায় আসার পর তিনি এটাই হবে শাসক জোটের সাংসদদের সামনে তাঁর প্রথম ভাষণ। যদিও এর আগেই মোদী কয়েকটি অনুষ্ঠানে এনডিএ এমপিদের সম্বোধন করেছেন। বিশেষ করে যখন তিনি তাঁর তিনটি মেয়াদের আগে এনডিএর নেতা নির্বাচিত হয়েছিলেন, সেই সময় ভাষণ দিয়েছিলেন। তবে, তাঁর মঙ্গলবারের বক্তৃতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিরোধীদেরর চাপ সামাল দেওয়ার চেষ্টাকে মাথায় রেখেই।