Neet Exam 2024: NEET নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি! সংসদেও NEETকেলেঙ্কারির আঁচ পড়েছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদী সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এসবের মাঝেই মোদীকে NEET বাতিলের দাবী জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি পুরানো ব্যবস্থা চালুর দাবিতে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
এদিকে আজ সংসদে NEET নিয়ে সংসদে গর্জে উঠলেন রাহুল গান্ধী। রাহুলকে এদিন সমর্থন করেন অখিলেশ যাদব। গুরুতর অভিযোগে উত্তাল হল সংসদ।
লোকসভার বিরোধীদল নেতা রাহুল গান্ধী, মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা NEET-UG-তে কথিত অনিয়ম সংক্রান্ত বিষয়ে সংসদে আলোচনার দাবি করার সময়, শুক্রবার বলেছিলেন যে বিরোধীরা তরুণদের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিষয়টির সম্মানজনকভাবে আলোচনা করতে চায়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আলোচনায় অংশগ্রহণ করা উচিত। সংসদ ভবন কমপ্লেক্সে সাংবাদিকদের তিনি আরও বলেন, সংসদ থেকে বার্তা দেওয়া উচিত যে, সরকার ও দেশের বিরোধী দল একসঙ্গে ছাত্রদের স্বার্থের কথা বলছে।
এবার তিনি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সমর্থন পেয়েছেন। এসপি প্রধান সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন যে 'NEET পরীক্ষা NEAT & CLEAN রাখুন'। বিজেপি সরকারের কাছে অনুরোধ তরুণদের ভবিষ্যৎ এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার স্বার্থে NEET পরীক্ষা দুর্নীতিমুক্ত রাখুন'।
এর আগে, কংগ্রেস নেতা বলেছিলেন, “গতকাল বিরোধী দলগুলির নেতাদের বৈঠক হয়ে। সকলেই ঐক্যমতে পৌঁছায় আজ আমাদের NEET এর বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আমি ভারতের ছাত্রদের বলতে চাই যে NEET কেলেঙ্কারি আপনার ইস্যু, বিরোধী জোট 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' ('ইন্ডিয়া') মনে করে যে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেশের তরুণপ্রজন্মের ভবিষ্যত। এ নিয়ে আজ আলোচনা হওয়া উচিত এবং তারপর রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা হওয়া উচিত।
আরও পড়ুন : < Bardhaman Municipality: ‘অনৈতিক কাজ রুখলেই কেউটের ছোবল’, তৃণমূল পুরপ্রধানের বক্তব্যে চূড়ান্ত শোরগোল, অস্বস্তিতে শাসকদল >
রাহুল গান্ধী বলেছেন, “আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে এই সমস্যাটি ভালভাবে, ভালবাসার সাথে এবং সম্মানের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা সম্মানজনকভাবে আলোচনা করব। আপনিও সম্মানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করুন। এটা তরুণ প্রজন্মের ভবিষ্যতের ব্যাপার। তিনি বলেন, “আজকে তরুণরা নার্ভাস। তাদের একটি বার্তা দেওয়া উচিত এবং তাদের আশ্বস্ত করা উচিত যে ভারত সরকার এবং বিরোধী দল ছাত্রদের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করছে।
আরও পড়ুন : < Hemant Soren: বিরাট স্বস্তিতে হেমন্ত সোরেন, জামিন মঞ্জুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর >
এদিকে বাংলার মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, 'অবিলম্বে NEET বাতিল করা উচিত এবং পুরানো সিস্টেমকে অবিলম্বে কার্যকর করা উচিত'। চিঠিতে মমতা লিখেছেন, 'NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় দুর্নীতি, কর্মকর্তাদের ঘুষ নেওয়া, শিক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া ইত্যাদি নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে । এই অভিযোগগুলির অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। এই ধরণের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন হতে চলেছে। এ ধরনের ঘটনা শুধু দেশের চিকিৎসা পরীক্ষার মান নিয়েই প্রশ্ন তোলে না পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার ওপরও বিরূপ প্রভাব ফেলে'।