পুর-প্রার্থী তালিকা ঘিরে শাসক দলে চরম বিভ্রান্তি। একের পর এক তালিকা প্রকাশ করেও গত তিন দিনে নেতা, কর্মীদের বিক্ষোভ, অসন্তোষ দমানো যায়নি। এমনকী, তালিকা নিয়ে চড়া সুর শোনা গিয়েছে দলের বিধায়কদের মুখেও। ভোটের আগে যা তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়েছে। কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী শিবির। এই অবস্থায় দলের কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যাকে সমর্থন করেছেন তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিকে দিকে বিক্ষোভের মাধেই সোমবার তালিকা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, 'গতকালই (রবিবার) জেলা সভাপতিদের কাছে পুরসভার প্রার্থী তালিকা চূড়ান্ত করে পাঠিয়ে দিয়েছি। তাতে অনুমোদন রয়েছে দলনেত্রীর। এরপর আর কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়। রাজ্যব্যাপী উন্নয়নের ফলে দলের জনপ্রিয়তা বেড়েছে। কর্মীদের মধ্যেও প্রত্যাশা বেশি। তাই অনেকেই দাঁড়াতে চান। তালিকায় নাম না দেখে অনেকেই হতাশ হয়েছেন। শুধু বলব, নেত্রী এক, দল এক, চিহ্ন জোড়া-ফুল। তাই সবাই এক হয়ে কাজ করে দলের অনুমোদিত প্রার্থীকে জেতানোর লক্ষে কাজ করুন।' অর্থাৎ, তালিকা নিয়ে যে আর কোনও বিক্ষোভ, অসন্তোষ বরদাস্ত করা হবে না তা সাফ জানিয়ে দিলেন তৃণমূল মহাসচিব।
প্রায় একই সময় উত্তরপ্রদেশ যাওয়ার আগে এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণাকেই অনুমোদন দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'একটা বিভ্রান্তি ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ও সুবত বক্সির তৈরি করা প্রার্থী তালিকাই চূড়ান্ত।'
পার্থবাবুর কথায়, '২,২৭২টি ওয়ার্ডের মধ্যে খুঁজে খুঁজে কয়েকটি ওয়ার্ডে বিক্ষোভের কথা সংবাদ মাধ্যমে উঠে আসছে।' অর্থাৎ শাসক দলের নেতৃত্ব এই বিক্ষোভকে প্রকাশ্যে বড় করে দেখতে নারাজ। কিন্তু, নেত্রীর কড়া অবস্থানের পরও জেলায় জেলায় প্রার্থী তালিকা নিয়ে জোড়া-ফুল কর্মীদের আচরণ কী হয় এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এদিকে, তালিকা নিয়ে নেতা-কর্মীদের ক্ষোভ, অসন্তোষের প্রভাব পড়তে পারে ভোটবাক্সে। গোষ্ঠীকোন্দল, গোঁজ পার্থী, সাবোতেজের শঙ্কায় শাসক দলের নেতৃত্ব। এই পরিস্থিতিতে পুরভোটকে সামনে রেখে জেলাভিত্তিক কোঅর্ডিনেটর নিয়োগ করল তৃণমূল। জেলাসভাপতি ও দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংগঠনের তরফে পুরনির্বাচন পরিচালনা করবেন কোঅর্ডিনেটররা। উল্লেখ্য, এই নজরদারি কমিটিতে নেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুরনির্বাচনে কে কোন জেলার কোঅর্ডিনেটর?
- উত্তর ২৪ পরগনা - জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক
- দক্ষিণ ২৪ পরগনা - অরুপ বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী
- মালদা-মুর্শিদাবাদ-উত্তর দিনাজপুর - ফিরহাদ হাকিম
- কোচবিহার-পূর্ব মেদিনীপুর - সুব্রত বক্সি
- ঝাড়গ্রাম - পার্থ চট্টোপাধ্যায়
- পুরলিয়া-বাঁকুড়া - মলয় ঘটক
- আলিপুরদুয়ার - চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক
- জলপাইগুড়ি - সৌরভ চক্রবর্তী
- পঃ মেদিনীপুর - অজিত মাইতি, মানস ভুঁইয়া
- দক্ষিণ দিনাজপুর - শশী পাঁজা
- দার্জিলিং - গৌতম দেব
- নদিয়া - পার্থ চট্টোপাধ্যায়, শুখেন্দু শেখর রায়, বাত্য বসু
আরও পড়ুন- ‘ভোট কেটে লাভ নেই, তাই উত্তর প্রদেশে লড়াই নয়’, সপা-র হয়ে প্রচারে রওনা মমতার