Advertisment

বিজেপিকে অক্সিজেন দিচ্ছে বাম-কংগ্রেস, অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের

পার্থ বলেন, বিরোধীরা অকারণে ভয়, সন্ত্রাস, কুৎসা, মিথ্য়াচার করে গিয়েছে। এদিন বেহালার দলীয় দফতরে সাংবাদিদের মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Partha Chatterjee

সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়

এরাজ্য়ে বিজেপির উত্থানের পেছনে বামফ্রন্ট ও কংগ্রেসের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব বলেন, বিজেপিকে অক্সিজেন দিচ্ছে বাম ও এখানকার কংগ্রেস। "সিপিএম এবং স্থানীয় কংগ্রেসকে দেখে দুঃখ হয়। নিশ্চিহ্ন হয়ে গেল," মন্তব্য পার্থর। একইসঙ্গে এদিন  বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। "শূন্য থেকে কেউ তিন পেয়ে দ্বিতীয় হলে কিছু বলার নেই।" পার্থ বলেন, বিরোধীরা অকারণে ভয়, সন্ত্রাস, কুৎসা, মিথ্য়াচার করে গিয়েছে। এদিন বেহালার দলীয় দফতরে সাংবাদিদের মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "সংগঠনের জোর না থাকায় ঘোট, জোট আর কোর্ট করেছে তারা। অর্থ দিয়ে বাংলার মানুষকে কেনার চেষ্টা হয়েছে। আমাদের কর্মীরা রক্তাক্ত করেছে। এই জয়ে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। এই জয় মা মাটি মানুষকে উৎসর্গ করলাম। এই সমর্থন আমাদের কাজে উৎসাহ যোগাবে।"

Advertisment

tmc panchayat election Violence
Advertisment