Advertisment

বুধে দিল্লিতে 'ইন্ডিয়া'র বৈঠক, থাকছে না তৃণমূলের কেউ, তুমুল জল্পনা

পাওয়ারের বাড়িতে হবে বৈঠক।

author-image
IE Bangla Web Desk
New Update
India Leaders

ভারত জোটের সমন্বয় ও নির্বাচনী কৌশল কমিটি একপক্ষ আগে মুম্বইয়ে বিরোধী দলের সমাবেশে গঠিত হয়েছিল। বুধবার প্রথমবারের মত কমিটির বৈঠক। হবে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি শরদ পাওয়ারের নয়াদিল্লিতে বাসভবনে। আলোচনায় উঠবে আসন ভাগাভাগি-সহ বহু গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠকে যৌথ প্রচারের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে।

Advertisment

তৃণমূল কংগ্রেস (টিএমসি) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবারই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি সম্ভবত বৈঠকে থাকতে পারবেন না। টিএমসি সিদ্ধান্ত নিয়েছে, এই মিটিংয়ে কোনও প্রতিনিধি পাঠাবে না। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে ইডি 'তহবিল তছরুপ মামলায়' তদন্ত করছে। পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থা একটি গবাদি পশু চোরাচালান মামলা এবং কয়লা চুরি কেলেঙ্কারিরও তদন্ত করছে।

টিএমসি আশা করছে যে জোটের নেতারা অভিষেকের অনুপস্থিতির বিষয়টি মাথায় রাখবেন, অভিষেকের বিরুদ্ধে জারি করা সমনের বিরুদ্ধে সুর চড়াবেন। বেঙ্গালুরুতে বিরোধী জোটের যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়েছিল, 'বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নির্লজ্জভাবে অপব্যবহার' করছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে।'

সূত্রের খবর, সমন্বয় কমিটি জোটের প্রচারে যৌথ সমাবেশের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। বেশ কয়েকটি শরিক দল- (টিএমসি, জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দল/আরজেডি, সমাজবাদী পার্টি/এসপি এবং আম আদমি পার্টি/আপ) আসন ভাগাভাগি একটি কেন্দ্রীয় সমস্যা বলে মনে করে এবং জোট চায় যে আসন রফার ফর্মুলাটি চূড়ান্ত করার জন্য তৎপরতা দেখাতে। যার ভিত্তিতে জোট আরও মজবুত হতে পারে।

আরও পড়ুন- ভয়ংকর ঘটনা! কেরলে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব, মৃত অন্তত দুই, আক্রান্ত কয়েকজন

এই ব্যাপারে এক প্রবীণ বিরোধী নেতা বলেন, 'আমরা প্রচার, সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং মিডিয়া কৌশল- এই সব নিয়ে আলোচনা করছি। এখন, আসন ভাগাভাগি দ্রুত সম্পন্ন করতে হবে।' বুধবার , পাওয়ারের বাসভবনে এই বৈঠকে কেসি ভেনুগোপাল (কংগ্রেস), টিআর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা), সঞ্জয় রাউত (শিবসেনা - উদ্ধব বালাসাহেব ঠাকরে), তেজস্বী যাদব (আরজেডি), রাঘব চাড্ডা (আপ), জাভেদ আলি খান (এসপি), লল্লান সিং (জেডিইউ), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স) এবং মেহবুবা মুফতি (পিপলস ডেমোক্রেটিক পার্টি)-র উপস্থিত থাকার কথা।

abhishek banerjee Sharad Pawar India tmc
Advertisment