/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/mamata-suvendu.jpg)
শুভেন্দুর নিশানায় আই-প্যাক।
দফায়-দফায় উত্তেজনা ভবানীপুরে। এবার ভবানীপুরের উপনির্বাচনে ভুয়ো ভোটার আনার অভিযোগ বিজেপির। 'বাঁশদ্রোণীর ভোটার ভবানীপুরে এনেছে তৃণমূল, ভোটে জালিয়াতি করে জয়ে আত্মবিশ্বাসী দল।' তৃণমূলকে দুষে টুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরীর।
সকাল থেকে ভবানীপুরের ভোট নিয়ে একাধিক অভিযোগ তুলেছে বিজেপি। উপনির্বাচনের শুরু থেকেই উত্তপ্ত ছিল ভবানীপুর। সকালে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের অভিযোগ, ১২৬ নং বুথে ইভিএম কারচুপি হয়েছে। বুথ জ্যামেরও অভিযোগ তুলেছিলেন বিজেপিনেত্রী। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানায় বিজেপি। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে কমিশন। মক পোলিংয়ের জন্যই ওই বুথে ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়েছে বলে পাল্টা জানিয়ে দেয় কমিশন। ইভিএম-এ কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছে কমিশন।
বেলা বাড়তেই ভবানীপুরের খালসা হাইস্কুলের বুথে ভুয়ো ভোটার আনার অভিযোগ তোলে বিজেপি। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বুথ চত্বরে। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন। এদিকে, ভবানীপুরের ভোটে ভুয়ো ভোটার আনার অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরীর অভিযোগ, বাঁশদ্রোণীর ভোটার ভবানীপুরে এনেছে তৃণমূল।
আরও পড়ুন- সিপিএমের ক্যাম্পে চায়ের ভাঁড় হাতে ফিরহাদ, চলল চুটিয়ে আড্ডা
টুইটে তৃণমূলকে বিঁধে শুভেন্দু অধিকারী লেখেন, 'বি ফর ভবানীপুর। বি ফর বাঁশদ্রোণী। ভোটে জালিয়াতি করে দল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভবানীপুরের ভোটে বাঁশদ্রোণীর ভোটার। পরাজয়ের ভয়ে প্রতারণায় বিশ্বাস।'
B for Bhabanipur
B for Bansdroni
Party overconfident of victory, engaging in voter fraud. Bansdroni voter in Bhabanipur booth.
Scared of defeat, keeping faith in deceit. pic.twitter.com/pO1ggHs1Qg— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 30, 2021
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন